শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

অব্যাহত দরপতনে বাড়ছে আস্থা সঙ্কট

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ এপ্রিল ২০২২ | 68 বার পঠিত | প্রিন্ট

অব্যাহত দরপতনে বাড়ছে আস্থা সঙ্কট

দরপতন যেন পিছু ছাড়ছেনা দেশের শেয়ারবাজারের। ধারাবাহিক দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যেও বাড়ছে আস্থা সঙ্কট। একই সঙ্গে বিনিয়োগকৃত পুঁজি ফিরে পাওয়া নিয়েও তারা চিন্তিত। আজ ১৮ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের পরিমান ছিল ৬৫৫১.৪৮ পয়েন্ট, যা বেলা ১১টায় ৭৫.০৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৪৭৬.৩৯ পয়েন্টে। পরবর্তীতে দুপুর ১২টায় ৪.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৪৮০.৮৩ পয়েন্টে। এরপর আবার দুপুর ১টায় ৪.৬৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৪৭৬.১৯ পয়েন্টে।

এদিকে বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭২.৪৯ পয়েন্ট বা ১.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮২.৩৮ পয়েন্টে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.৫৪ পয়েন্ট বা ০.৯৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৫.৩১ পয়েন্ট বা ১.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪২৮.৬৭ পয়েন্টে এবং ২ হাজার ৪০৯.৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪টির বা ৩.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৪৭টির বা ৯১.৩১ শতাংশের এবং ১৯টি বা ৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩ কোটি ৫৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৯৩ কোটি ৯৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৯ কোটি ৬৪ লাখ ২১ হাজার ৭৪০টি শেয়ার ২ লাখ ৩২ হাজার ১৫৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৯০ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার ৫০৪ টাকা। গতকাল ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ২২৯ হাজার ৭৬ কোটি ৯ লাখ ৪৮ হাজার ৮৯৪ টাকা ৩৪ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭২.০৫ পয়েন্ট বা ০.৮৯
শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৩০.৪৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দর। আজ সিএসইতে ৩৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৭ অপরাহ্ণ | সোমবার, ১৮ এপ্রিল ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]