শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থ আত্মসাতের মামলায় দুদকের রিমান্ডে ফাস ফাইন্যান্সের সাবেক এমডি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ | 110 বার পঠিত | প্রিন্ট

অর্থ আত্মসাতের মামলায় দুদকের রিমান্ডে ফাস ফাইন্যান্সের সাবেক এমডি

প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের ঘটনা তদন্তে দুদকের রিমান্ডে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাস ফাইন্যান্সের (এফএএস) সাবেক এমডি রাসেল শাহরিয়ার। গত ১৫ ফেব্রুয়ারি অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করেন মামলার অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক গুলশান আনোয়ার। সেই মামলায় আদালত রাসেল শাহরিয়ারকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেয়। রাসেলকে কারাগার থেকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার দুপুর ১২টায় নিয়ে আসা হয়।

দুদক জানায়, রাসেল শাহরিয়ার ফাস ফাইন্যান্সে এমডি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে নিজের একক স্বাক্ষরে প্রায় ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব বোর্ডে উপস্থাপন করেন।

ঋণ অনুমাদন করে তিনি এসব অর্থ পি কে হালদারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানিতে হস্তান্তর করেন। এসব বিষয়ে তথ্য উদ্ধারে তাকে রিমান্ডে আনা হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]