শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও চালু হচ্ছে প্রি-ওপেনিং সেশন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ | 493 বার পঠিত | প্রিন্ট

আবারও চালু হচ্ছে প্রি-ওপেনিং সেশন

দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার আগে আবারও প্রি-ওপেনিং সেশন চালু করবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে, প্রি-ওপেনিং সেশন রাখা হয়েছে ৫ মিনিট। যা আগামি রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। অর্থাৎ রোববার সকাল ৯ টাকা ২৫ মিনিটে প্রি-ওপেনি শেসন চালু হবে।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিএসইসির সহকারি পরিচালক মো. মোসাব্বির আল আশিক সাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, আগামী রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টাকা ২৫ থেকে ৯টা ৩০ মিনিট লেনদেন শুরুর আগেই শেয়ার কেনা-বেচার অর্ডার দিতে পারবেন বিনিয়োগকারীরা। কিন্তু লেনদেন যথারীতি শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে। চলবে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। পোস্ট ক্লোজিং সেশন যথারীতি ১০ মিনিট থাকবে। বেলা ২ টায় লেনদেন শেষ হবে।

উল্লেখ্য, কারসাজি ঠেকাতে চলতি বছরের ১৯ মে প্রি-ওপেনিং সেশন বাতিল করে বিএসইসি। তখন প্রি-ওপেনিং সেশন ছিল ১৫ মিনিট।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]