শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ইতিবাচক নির্দেশনার পরও দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ মে ২০২২ | 80 বার পঠিত | প্রিন্ট

ইতিবাচক নির্দেশনার পরও দরপতন শেয়ারবাজারে

বিএসইসি এবং অর্থমন্ত্রীর নির্দেশনার পরও ধারাবাহিক দরপতনের কবলে দেশের শেয়ারবাজার। গতকালের মত আজও ব্যাপক দরপতনে লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। এতে করে ১১ কার্যদিবসের মধ্যে ১০ কার্যদিবসই পতন হয়েছে শেয়ারবাজারে। আজ শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৮১ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৮৭.৬৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৮২ পয়েন্ট বা ০.২৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.০৬ পয়েন্ট বা ০.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৩.৪৫ পয়েন্টে এবং দুই হাজার ২৮৭.৯৮ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫১৩ কোটি ১১ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬৬০ কোটি ৮৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টির বা ২০.২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৫০টির বা ৬৬.৬৭ শতাংশের এবং ৪৯টির বা ১৩.০৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২০.২২ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৬২.৪০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫১টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। আজ সিএসইতে ১৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৫ মে ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]