শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্ট্রাকোতে একীভূত হবে ৫ সহযোগী প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ জুলাই ২০২২ | 78 বার পঠিত | প্রিন্ট

ইন্ট্রাকোতে একীভূত হবে ৫ সহযোগী প্রতিষ্ঠান

৫ সহযোগী প্রতিষ্ঠানের (Subsidiary Company) সাথে একীভূত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিগুলো হলো- গুড সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড, এম হাই অ্যান্ড কোম্পানি সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা অ্যান্ড সন্স লিমিটেড, আবসার অ্যান্ড ইলিয়াস এন্টারপ্রাইজ লিমিটেড ও ইন্ট্রাকো অটোমোবাইলস লিমিটেড।
রোববার (৩ জুলাই) অনুষ্ঠিত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের পরিচালনা পর্ষদের ৯৯তম বৈঠকে পাঁচ সহযোগী কোম্পানির একীভূত হওয়ার (Merger) এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনে বন্ড ইস্যু করে অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে। ইন্ট্রাকো রিফুয়েলিং কনভার্টিবল বন্ড নামের এই বন্ডের মাধ্যমে ৫০ কোটি টাকা সংগ্রহ করতে চায় কোম্পানিটি। ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, মার্জার ও বন্ড ইস্যুর সিদ্ধান্তের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার লক্ষ্যে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। আগামী ২৩ আগস্ট সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই।

এদিকে স্টক এক্সচেঞ্জে টানা চারদিন ধরে বাড়ছে ইন্ট্রাকোর শেয়ারের দাম। সন্দেহ করা হচ্ছে, মার্জার ও বন্ড ইস্যুর সংবাদকে সামনে রেখেই শেয়ারটির দাম বেড়েছে। এর পেছনে আইনে নিষিদ্ধ সুবিধাভুগী লেনদেনের সংশ্লিষ্টতা থাকতে পারে।

পরিসংখ্যান অনুসারে, গত গত ২৭ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারের দাম ছিল ২০ টাকা ৩০ পয়সা। রোববার (৩ জুলাই) এর দাম বেড়ে হয় ২৬ টাকা ৯০ পয়সা। মাত্র ৪ দিনে শেয়ারটির দাম বেড়েছে ৩২ দশমিক ৫১ শতাংশ।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:১৬ অপরাহ্ণ | সোমবার, ০৪ জুলাই ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]