শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

উত্থানের ধারায় শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ আগস্ট ২০২১ | 183 বার পঠিত | প্রিন্ট

উত্থানের ধারায় শেয়ারবাজার

সপ্তাহের প্রথম কার্যদিবসের উত্থানের ধারা দ্বিতীয় কার্যদিবসেও ধরে রেখেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন শেয়ার উভয় শেয়ারবাজারে সূচকে পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। তবে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমলেও সিএসইতে বেড়েছে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২০.১৮২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৬২.৪১ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসই-৩০ সূচক দশমিক ৮.০৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৫৯.৯৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ৭.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৭.৩২ পয়েন্টে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৬টি, কমেছে ১৮৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

আজ ডিএসইতে মোট ৮৪ কোটি ২৯ লাখ ৭৩ হাজার ৩৭৯টি শেয়ার ৩ লাখ ৭৯ হাজার একবার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ৭৭৪ কোটি ৮১ লাখ ৬০৩ টাকা।

আজ ডিএসই’র বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৬ হাজার ৩৭০ কোটি ৩২ লাখ ২৯ হাজার ৩৮৭ টাকা ৯৭ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৯.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১.৩১ পয়েন্টে। সিএসইতে আজ ৩৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দর বেড়েছে, কমেছে ১৪৭টির আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৫০ অপরাহ্ণ | সোমবার, ২৩ আগস্ট ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]