সোমবার ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ঋণখেলাপির তথ্য যাচাই করতে পারবে ডিএসই

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ | 91 বার পঠিত | প্রিন্ট

ঋণখেলাপির তথ্য যাচাই করতে পারবে ডিএসই

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো থেকে সরাসরি ঋণখেলাপির তথ্য যাচাই করতে পারবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বরাবরে ডিএসইর এক আবেদনের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে এ সুবিধা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাধ্যমে ঋণখেলাপির তথ্য যাচাই করত ডিএসই।

আইন অনুযায়ী শেয়ারবাজারে তালিকাভুক্তির সময়ে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা ব্যাংকের ঋণখেলাপি নয় বলে স্টক এক্সচেঞ্জকে অঙ্গীকারনামা প্রদান করে। এরপর বিষয়টির সত্যতা যাচাই করতে কেন্দ্রীয় ব্যাংকের সাথে যোগাযোগ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এতোদিন কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ঋণখেলাপির তথ্য পেতে বিএসইসির মাধ্যমে যোগাযোগ করতে হতো ডিএসইকে। এখন কোন মাধ্যম ছাড়াই সরাসরি বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটা থেকে যাচাই করতে পারবে ডিএসই।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য পেতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর গত নভেম্বরে একটি চিঠি দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সেখানে বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড) রেজ্যুলেশনস, ২০২২ অনুযায়ী অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) অধীনে আগ্রহী ডেবট সিকিউরিটিজ তালিকাভুক্তির অনুমোদন করে। এর অনুমোদন পাবার আগে আইনের বিধান অনুযায়ী আগ্রহী কোম্পানি, উদ্যোক্তা বা পরিচালকরা ব্যাংকের ঋণখেলাপি নয়, তা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।

এ সম্পর্কে ঢাকা স্টক এক্সচেন্জ (ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম সাইফুর রহমান মজুমদার বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি ঋণখেলাপির তথ্য যাচাই করতে পারবে ডিএসই। এতে তথ্য যাচাইয়ে সময় কম লাগবে। কোম্পানিগুলোর তালিকাভুক্ত হওয়ার অনুমোদন দ্রুত সময়ে হবে। বিশেষ করে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের অধীনে ডেবট সিকিউরিটিজগুলো কম সময়ে বাজারে আসতে পারবে।’
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]