শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

একদিন পরই ইতিবাচক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ | 141 বার পঠিত | প্রিন্ট

একদিন পরই ইতিবাচক পরিবর্তন

দরপতনের একদিন পরই ইতিবাচক পরিবর্তন হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

আজ ২২ জানুয়ারি সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচক একটানা বেড়েছে। সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফে দিনশেষে সুচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১৪.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৪.৩০ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮০.৭৫ পয়েন্টে।

এবং ডিএসই–৩০ সূচক ১০.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৭.৬৪ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ২০৭ টির, কমেছে ১৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫২.৮০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৩৩ কোটি ৭১ লাখ ৩৬ হাজার ২৩৬টি শেয়ার ২ লাখ ৬৭ হাজার ৮৫৯ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ১০৪২ কোটি ২২ লাখ ১৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২১ জানুয়ারি ডিএসইতে ১৬ কোটি ২৮ লাখ ৬ হাজার ৪৯৯টি শেয়ার ১ লাখ ৫৮ হাজার ৯২৩ বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৫৮৮ কোটি ৮৭ লাখ ৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৫৩ কোটি ৩৫ লাখ ১৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫১ শতাংশ বা ৯৩.৯৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ২৩৫.৪৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১২৩ টির, কমেছে ১১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৮১ লাখ ৯৭ হাজার ৬০১ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৭০ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯ কোটি ৮ লাখ ১৮ হাজার ৫৩১ টাকা।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : ডিএসইর আজকের লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৪:১৭ অপরাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]