শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুরে ফিরে পতনের বৃত্তে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | 37 বার পঠিত | প্রিন্ট

ঘুরে ফিরে পতনের বৃত্তে

ঘুরে ফিরে পতনের বৃত্তে অবস্থান করছে দেশের শেয়ারবাজার। আজ ১৪ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতন হয়েছে।

সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন। একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩১ দশমিক ৯৫ পয়েন্টে।

এদিন ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৭ দশমিক ৬৭ পয়েন্টে।

এছাড়া, আজ ডিএসইএস সূচক ৪ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৫ দশমিক ১৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩১টি এবং কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১টির।

আজ সোমবার ডিএসইতে ৫৬৩ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

আগের কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯০ দশমিক ১৭ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক দশমিক ৮০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ হাজার ৩২১ দশমিক ৬৯ পয়েন্টে ও ১৩ হাজার ৩৩০ দশমিক ২২ পয়েন্টে।

এছাড়া, সিএসসিএক্স সূচক ৬ দশমিক ৬০ পয়েন্ট এবং সিএসআই দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমেড ১১ হাজার ২৩ দশমিক ৬৯ পয়েন্টে এবং ১ হাজার ১৫৬ দশমিক ৭২ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৭টি, কমেছে ৩৮টি এবং পরিবর্তন হয়নি ৮৩টির।

আজ সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৪ লাখ টাকা শেয়ার।

আগের কার্যদিবস সোমবার ৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : শেয়ারবাজার ঝুঁকিপূর্ণ হওয়ায় জেনে বুঝে বিনিয়োগ করা উচিত : ড. শেখ শামসুদ্দীন আহমদ

Facebook Comments Box

Posted ৭:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

sharebazar24 |

আরও

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]