শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

চাঙ্গা বাজারেও ৩ খাতের দরপতন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ আগস্ট ২০২১ | 1141 বার পঠিত | প্রিন্ট

চাঙ্গা বাজারেও ৩ খাতের দরপতন

আজ সপ্তাহের প্রথম কার্যদিবসেই চাঙ্গা ছিল দেশের শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও লেনদেন। এর মধ্যেও প্রধান তিন খাতের দরপতন হয়েছে। খাতগুলো হলো- ব্যাংক, বীমা ও মিউচ্যুয়াল ফান্ড। আজ এ তিন খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ এ তিন খাতে মোট ১৮ কোটি ৪৪ লাখ ৪ হাজার ৩০৬টি শেয়ার ও ইউনিট ৬৬ হাজার ৭৩৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৯৭ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বীমা খাতে। আজ এ খাতের ৫১টি কোম্পানির মধ্যে দর কমেছে ৪৩টি, বেড়েছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে একটির। এদিন বীমা খাতে ৩ কোটি ২৪ লাখ ২৯ হাজার ১৯০টি শেয়ার ৩৯ হাজার ৬১৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২০২ কোটি ৪০ লাখ ৪৮ হাজার টাকা।

এরপর সবচেয়ে বেশি দর কমেছে ব্যাংক খাতে। আজ এ খাতের ৩১টি কোম্পনির মধ্যে দর কমেছে ১৮টির, বেড়েছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির। এদিন ব্যাংক খাতে মোট ৫ কোটি ৯০ লাখ ৯৩ হাজার ৫৭০টি শেয়ার ১৪ হাজার ৯২১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১০২ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার টাকা।

আজ ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৪টির, বেড়েছে ৯টির, অপরিবর্তিত রয়েছে ১৩টির এবং লেনদেন হয়নি একটির। এদিন ৩৭টি ফান্ডের মোট ৯ কোটি ২৮ লাখ ৮১ হাজার ৫৪৬টি ইউনিট ১২ হাজার ১৯৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৩ কোটি এক লাখ ৭৬ হাজার টাকা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১০:১৯ অপরাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]