শনিবার ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

টার্নওভারে ‘এ’ ক্যাটাগরির আধিক্য

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ আগস্ট ২০২১ | 427 বার পঠিত | প্রিন্ট

টার্নওভারে ‘এ’ ক্যাটাগরির আধিক্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টার্নওভার বা লেনদেন বৃদ্ধির তালিকায় ‘এ’ ক্যাটাগরির প্রাধান্য পেয়েছে। ডিএসই’র সাপ্তাহিক টার্নওভার তালিকায় ১০টির মধ্যে ৮টিই ছিল ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। এগুলো হলো- আইএফআইসি ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ওরিয়ন ফার্মা, লাফার্জহোলসিম সিমেন্ট, মালেক স্পিনিং, জিপিএইচ ইস্পাত, বেক্সিমকো ফার্মা এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএমই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এ’ ক্যাগরির কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করে সাপ্তাহিক লেনদেনের তালিকায় ২ নম্বরে অবস্থান করছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানির মোট ২১ কোটি ১৯ লাখ ১৪ হাজার ৯৪টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৩৩৯ কোটি ৬ লাখ ৯১ হাজার টাকা। সাপ্তাহিক লেনদেনের তালিকায় ৩ নম্বরে ছিল লঙ্কাবাংলা ফাইন্যান্স। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানির মোট ৫ কোটি ৭৪ লাখ ৮৪ হাজার ৪৪০টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ২১৯ কোটি ২২ লাখ ৩১ হাজার টাকা। সাপ্তাহিক লেনদেনের তালিকায় ৪ নম্বরে ছিল ওরিয়ন ফার্মাা। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানির মোট ৩ কোটি ৩৯ হাজার ৭৭২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ২১৩ কোটি ৫২ লাখ ৩৯ হাজার টাকা। সাপ্তাহিক লেনদেনের তালিকায় ৫ নম্বরে ছিল লাফার্জহোলসিম। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানির মোট ২ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ১৬২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১৯২ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকা। সাপ্তাহিক লেনদেনের তালিকায় ৬ নম্বরে ছিল মালেক স্পিনিং। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানির মোট ৫ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ৪৫২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১৯১ কোটি ৫১ লাখ ৯৪ হাজার টাকা। সাপ্তাহিক লেনদেনের তালিকায় ৭ নম্বরে ছিল জিপিএইচ ইস্পাত। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানির মোট ২ কোটি ৭১ লাখ ৯৮ হাজার ৩৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১৪৩ কোটি ১৬ লাখ ১৮ হাজার টাকা। সাপ্তাহিক লেনদেনের তালিকায় ৯ নম্বরে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানির মোট ৭০ লাখ ৪৮ হাজার ৬৪৭টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১৩৪ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকা। সাপ্তাহিক লেনদেনের তালিকায় ১০ নম্বরে ছিল ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানির মোট ৪ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৩১৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১২৯ কোটি ২ লাখ ৬২ হাজার টাকা। এদিকে, ডিএসই’র সাপ্তাহিক লেনদেন তালিকায় ‘বি’ ক্যাটগরির কোম্পানি ছিল। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড এবং অ্যাপোলো ইস্পাত। এর মধ্যে বেক্সিমকো লিমিটেড সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে। যে কারণে কোম্পানিটি সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষে বা এক নম্বরে ছিল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ কোটি ৭১ লাখ ৮৮ হাজার ৬৮৩টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ৭৭৯ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার টাকা। সাপ্তাহিক লেনদেনের তালিকায় ৮ নম্বরে ছিল এপোলো ইস্পাত কমপ্লেক লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানির মোট ১০ কোটি ৫০ লাখ ৪১ হাজার ৫০৬টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১৪১ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার টাকা। শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:০২ অপরাহ্ণ | শনিবার, ১৪ আগস্ট ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]