বৃহস্পতিবার ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইর সাপ্তাহিক টার্নওভারে ‘এ’ ক্যাটাগরির আধিপত্য

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ | 142 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর সাপ্তাহিক টার্নওভারে ‘এ’ ক্যাটাগরির আধিপত্য

বিদায়ী সপ্তাহে (১০-১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টার্নওভারের আধিপত্য বিস্তার করেছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। তালিকায় ৬টি কোম্পানিই ‘এ’ ক্যাটাগরির। তবে বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ওরিয়ন ফার্মা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৪২৩ কোটি ৭১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.৭৭ শতাংশ।

সাপ্তাহিক লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের ৩৬৩ কোটি ৫ লাখ ১০ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইস্টার্ন হাউজিংয়ের ২১৬ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

টার্নওভার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারে ১৬৩ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা, ইন্দোবাংলা ফার্মার ১২২ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকা, জেএমআই হসপিটালের ১১২ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১০৮ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা, বিডি বিল্ডিং সিস্টেমসের ১০৮ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকা, সি পার্ল হোটেলের ১০৫ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার টাকা এবং পেপার প্রসেসিংয়ের ৯৬ কোটি ৩০ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]