বুধবার ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইর সাপ্তাহিক লুজারে ‘এ’ ক্যাটাগিরর আধিক্য বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ | 129 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর সাপ্তাহিক লুজারে ‘এ’ ক্যাটাগিরর আধিক্য বেড়েছে

বিদায়ী সপ্তাহে (০২- ০৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকায় ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির আধিক্য বেড়েছে। অর্থাৎ ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকায় ‘এ’ ক্যাটাগরির ৭ কোম্পানি অবস্থান করছে। এর আগের সপ্তাহে যেখানে ছিল ৬ কোম্পানি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষ অবস্থান করছে বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোড লিমিটেড। আগের সপ্তাহের চেয়ে কোম্পানিটির দর ১৬.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪ টাকায় ৩০ পয়সায় । সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৫১ লাখ ৪৬ হাজার টাকার।

সাপ্তাহিক লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনডেক্স এগ্রোর দর ১০.৬৭৫ শতাংশ কমে দাঁয়িছে ১২৬ টাকা ৪০ পয়সায়। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৩৫ কোটি ২৭ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

সাপ্তাহিক লুজার তালিকায় তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ার দর ১০.৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪ টাকা ৪০ পয়সায়। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ১৩ কোটি ৭৬ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৮ শতাংশ, শাহজীবাজার পাওয়ার কোম্পানির ৮.৫৩ শতাংশ, আজিজ পাইপসের ৬.৭৩ শতাংশ, আইপিডিসির ৬.৬২ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৪০ শতাংশ, মির আক্তার হোসেনের ৬.৩৯ শতাংশ এবং আইডিএলসি ফাইন্যান্সের ৬.২৯ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]