বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুকে ডিএসই’র চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ মার্চ ২০২৩ | 265 বার পঠিত | প্রিন্ট

ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুকে ডিএসই’র চেয়ারম্যান নির্বাচিত

ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুকে ডিএসইর চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।  রোববার (০৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ১০৫৪তম বোর্ড সভায় চেয়ারম্যান নির্বাচিত হন।

 

জানা যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন৷

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

এছাড়াও তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য।

 

এছাড়া, বাংলাদেশ আ্যাক্রেডিটেশন কাউন্সিলে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত খন্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন৷

 

অধ্যাপক ড. হাসান বাবু বর্তমানে আন্তর্জাতিক ইন্টারনেট সোসাইটি-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর সভাপতি৷ তিনি প্রধানমন্ত্রীর আইসিটি টাস্কফোর্সের একজন সম্মানিত সদস্য ছিলেন৷

 

তিনি ১৯-০২-২০০৩ তারিখ হতে ১৮-০২-২০০৬ তারিখ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান হিসেবে পর্যন্ত দায়িত্ব পালন করেন।

 

একই সঙ্গে তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য হিসেবে ১২-০৭-২০১৬ তারিখ হতে ১১-০৭-২০২০ তারিখ পর্যন্ত দায়িত্বরত ছিলেন৷

 

ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন৷

 

এ ছাড়াও তিনি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড-এর পরিচালনা পর্ষদ-এর একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন৷

আরও দেখুন :  আজকের ডিএসই৩০ সূচকের লেনদেন চিত্র

অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপান থেকে পিএইচডি ডিগ্রি লাভ  করেন৷। একই সঙ্গে বাংলাদেশ সরকারের অধীনে চেক সরকারের বৃত্তি নিয়ে চেক প্রজাতন্ত্র থেকে এমএসসি ডিগ্রি লাভ  করেন৷

এছাড়া, তিনি বাংলাদেশ সরকারের অধীনে চেক সরকারের বৃত্তি নিয়ে চেক প্রজাতন্ত্র থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন৷ একই সঙ্গে তিনি গবেষণার জন্য জার্মানীর ড্যাড ফেলোশীপও অর্জন করেন৷

তাকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস থেকে ড. এম ও গণি মেমোরিয়াল স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে৷

 

আরও পড়ুন : সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

আরও পড়ুন : ব্লক মার্কেটে ৫৭ কোম্পানির শেয়ার লেনদেন

 

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:১৩ অপরাহ্ণ | রবিবার, ০৫ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com