মঙ্গলবার ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

তিন কোম্পানিকে ডিএসই’র শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ জুলাই ২০২১ | 307 বার পঠিত | প্রিন্ট

তিন কোম্পানিকে ডিএসই’র শোকজ

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানিকে শোকজ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)। কোম্পানিগুলোর হলো- ফ্যামিলিটেক্স, আরএন স্পিনিং এবং আইএফএফএসএল। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সম্প্রতি এ ৩ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিগুলোকে তদন্ত নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত ১৪ জুলাই জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, ফ্যামিলিটেক্সের শেয়ার দর গত ২৭ জুন শেয়ারের দর ছিল ৩.৩০ টাকায়। আর ১৫ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫.৯০ টাকায়। অর্থাৎ এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২.৬০ টাকা বা ৭৯ শতাংশ বেড়েছে।

আরএন স্পিনিংয়ের শেয়ার দর গত ২৭ জুন শেয়ারের দর ছিল ৪.৮০ টাকায়। আর ১৩ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৭.৭০ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২.৯০ টাকা বা ৬০ শতাংশ বেড়েছে।

আইএলএফএসএলের শেয়ার দর গত ২৭ জুন শেয়ারের দর ছিল ৫.১০ টাকায়। আর ১৩ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৯ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩.৯০ টাকা বা ৭৬ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]