বৃহস্পতিবার ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

দরপতন দিয়ে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ মার্চ ২০২৩ | 41 বার পঠিত | প্রিন্ট

দরপতন দিয়ে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক : আজ ১৯ মার্চ দরপতন দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন উভয় শেয়ারবাজারেই সব সূচক কমেছে।

একই সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

এদিন শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ৪ দশমিক ৪৭ গুন বেশি হয়েছে।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে লেনদেন পরিমাণ।

কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ৪ দশমিক ৫০ গুন বেশি হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২২০ দশমিক ২৪ পয়েন্টে।

এছাড়া ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৮ দশমিক ৭৫ পয়েন্টে।

এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে  ১ হাজার ৩৫৬ দশমিক ৮৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯টি এবং কমেছে ৮৫টির। শেয়ার পরিবর্তন হয়নি ২১৩টির।

এদিন ডিএসইতে ৪৫২ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার।

আজ সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৮ দশমিক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৩ দশমিক ৮২ পয়েন্টে।

সিএসই-৩০ সূচক ১১ দশমিক শূন্য ৯ পয়েন্ট এবং সিএসসিএক্স ১৬ দশমিক ৭৬ পয়েন্ট কমে যথাক্রমে¬- ১৩ হাজার ৩২২ দশমিক ৮২ পয়েন্টে ও ১০ হাজার ৯৮৪ দশমিক ৯৫ পয়েন্টে

সিএসআই ২ দশমিক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৪ দশমিক ৬৯ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২০ দশমিক ৮০ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০টি, কমেছে ৪৫টি এবং পরিবর্তন হয়নি ৭৬টির।

আজ সিএসইতে ২৩ কোটি ৪৪ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ১৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

Facebook Comments Box

Posted ৫:০৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩

sharebazar24 |

আরও

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]