বৃহস্পতিবার ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

দরপতন দিয়ে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ মার্চ ২০২৩ | 47 বার পঠিত | প্রিন্ট

দরপতন দিয়ে সপ্তাহ শুরু

আজ ২৭ মার্চ দরপতন দিয়ে সপ্তাহ শুরু হয়েছেদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

এদিন সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেন। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন আড়াইগুন বেশি হয়েছে।

সূচক পতনের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন আড়াইগুন বেশি হয়েছে। কমেছে লেনদেন পরিমাণ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২০৩.৯২ পয়েন্টে।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ২.৬০ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ২২১৫.৪০ পয়েন্টে এবং ১৩৪৯.৬৮ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৮টি এবং কমেছে ৭২টির এবং পরিবর্তন হয়নি ১৮৩টির।

এদিন ডিএসইতে ৩১৭ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।

আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২১৫.৩০ পয়েন্টে।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ২.৫৮ এবং ডিএসইএস সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ২২১৮.০১৮ এবং ৬২১৫.৩০ পয়েন্টে।

আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৪টি, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫টির।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪.৭৮ কমে দাঁড়িয়েছে ১৮৩২৬.৫৯ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ৫.৩০, সিএসই-৩০ সূচক ১৮.৯৩, সিএসসিএক্স ২৮.১১ এবং সিএসআই ৪.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১৩১৭.৯৯, ১৩৩৪৫.১৯ পয়েন্টে, ১০৯৮৬.৩৮ এবং ১১৫৩.৭৩ পয়েন্টে।

আজ চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার লেনদেন হয়েছে ৭ কোটি ১৯ লাখ টাকা শেয়ার।

আগের কার্যদিবস বৃহস্পতিবার ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ৯৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭টি, কমেছে ৪০টি এবং পরিবর্তন হয়নি ৩৬টির।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : সিমটেক্সে ইন্ডাস্টিজে চেয়ারম্যানসহ নতুন ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

Facebook Comments Box

Posted ৮:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২৭ মার্চ ২০২৩

sharebazar24 |

আরও

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]