বৃহস্পতিবার ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

দরপতন দিয়ে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪ | 106 বার পঠিত | প্রিন্ট

দরপতন দিয়ে সপ্তাহ শুরু

আজ ২৮ জানুয়ারি দরপতন দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু তার স্থায়ীত্ব ছিল কম। লেনদেনের ৩০ মিনিট পর থেকেই ধীরে ধীরে সূচকের তীর নিচের দিকে নামতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। দিনশেষে ডিএসইতে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৫ শতাংশ বা ৭৭.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৯.০৬ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৩৭.১৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ২৩.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯১.০৪ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৫৭ টির, কমেছে ৩১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৪.৪৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২৬ কোটি ৮০ লাখ ৬৭ হাজার ২৭১টি শেয়ার ২ লাখ ৫২ হাজার ৭৭৯ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ৮৮০ কোটি ৬১ লাখ ৬৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৫ জানুয়ারি ডিএসইতে ২৭ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৯৭১টি শেয়ার ২ লাখ ৪৪ হাজার ৪০৪ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৮৭০ কোটি ৯০ লাখ ৬৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯ কোটি ৭১ লাখ ৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৬৪ শতাংশ বা ২৮৯.০২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ২৬৩.১০ পয়েন্টে।

এদিনভ লেনদেনে অংশ নিয়েছে ২৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৫২ টির, কমেছে ২০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৭ লাখ ২২ হাজার ৩৫২ টাকা।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : ডিএসইর আজকের লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৩:৪০ অপরাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আরও

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]