শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

দরপতন দিয়ে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ মে ২০২২ | 61 বার পঠিত | প্রিন্ট

দরপতন দিয়ে সপ্তাহ শুরু

দরপতন দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এ নিয়ে টানা আট কার্যদিবস শেয়ারবাজার হারাল ৫৫৫ পয়েন্ট। আজ সব সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে শেয়ার বিক্রির চাপে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৫.৫৬ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৪২.৬৮ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি কমে ১০ মাস ২৩দিন বা ২১১ কার্যদিবস আগের অবস্থানে নেমেছে। এর আগে ২০২১ সালের ২৯ জুন সূচকটি আজকের চেয়ে কম অর্থাৎ ৬ হাজার ০৪২ পয়েন্টে অবস্থান করছিল।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১.৩১ পয়েন্ট বা ১.৫৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৯.৫১ পয়েন্ট বা ১.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬১.৭৩ পয়েন্টে এবং দুই হাজার ২৭৭.১৬ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৮২ কোটি ২১ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১৩ কোটি ৩৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬৬৮ কোটি ৮৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১টির বা ৫.৫৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৪৫টির বা ৯১.০২ শতাংশের এবং ১৩টির বা ৩.৪৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৮২.২১ পয়েন্ট বা ২.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭.৫০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬টির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর। আজ সিএসইতে ১৭ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪০ অপরাহ্ণ | রবিবার, ২২ মে ২০২২

sharebazar24 |

আরও

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]