শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

দরপতন দিয়ে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২ | 67 বার পঠিত | প্রিন্ট

দরপতন দিয়ে সপ্তাহ শেষ

দরপতন দিয়ে সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন শেয়ারবাজারে সব সূচক কমলেও টাকার অংকে লেনদেনর পরিমাণ বেড়েছে। আজ ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের পরিমান ছিল ৬৬৫৬.৭২ পয়েন্ট, যা বেলা ১১টায় ২৭.৮৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৬২৮.৮৫ পয়েন্টে। পরবর্তীতে বেলা ১২টায় ২৪.৪৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৬০৪.৪১ পয়েন্টে। দুপুর ১টায় ১৬.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৬২১.৩৫ পয়েন্টে। তবে দিনশেষে ২১.২৪ পয়েন্ট কমে ৬৬৪১.২৩ অবস্থান করে।

এদিকে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.২৪ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৪১.২৩ পয়েন্টে। এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৬১ পয়েন্ট বা ০.১৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.৪৪ পয়েন্ট বা ০.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৫৩.৬০ পয়েন্টে এবং ২ হাজার ৪৫১.৫৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৯টির বা ২৫.৯৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৩০টির বা ৬০.৩৬ শতাংশের এবং ৫২টি বা ১৩.৬৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫১৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২৫ কোটি ১৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪৯০ কোটি ৫০ লাখ টাকার।

ডিএসইতে আজ ১৩ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৯৮৮টি শেয়ার ৯৯ হাজার ৫৭৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫১৫ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার ১০৯ টাকা ৪০ পয়সা। এদিন ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৩২৫ হাজার ৩৯ কোটি ৭২ লাখ ৪৯ হাজার ১৪২ টাকা ২ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৫.২৭ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫০১.৭৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর। আজ সিএসইতে ১৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২

sharebazar24 |

আরও

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]