শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

দরপতন দিয়ে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ | 94 বার পঠিত | প্রিন্ট

দরপতন দিয়ে সপ্তাহ শেষ

আজ ২১ জুলাই দরপতনের দিয়ে সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.২৭ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১২৬.৫১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.১৬ পয়েন্ট বা ০.০৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.২৪ পয়েন্ট বা ০.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৫.০৮ পয়েন্টে এবং দুই হাজার ২০০.৮৩ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৭৬ কোটি ৯৩ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১১ কোটি ৩৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬৬৫ কোটি ৫৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৫টির বা ৩০.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২১৯টির বা ৫৭.৪৮ শতাংশের এবং ৪৭টির বা ১২.৩৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৩.৫৪ পয়েন্ট বা ০.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৮৬.৮৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। আজ সিএসইতে ১৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

sharebazar24 |

আরও

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]