মঙ্গলবার ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

দর বৃদ্ধির শীর্ষ দশে ঝুঁকিপূর্ণ ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ মার্চ ২০২২ | 757 বার পঠিত | প্রিন্ট

দর বৃদ্ধির শীর্ষ দশে ঝুঁকিপূর্ণ ৩ কোম্পানি

ভালো কোম্পানিগুলোকে পিছু হটিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধিতে শীর্ষে দশে উঠে এসেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো- সাভার রিফ্র্যাক্টরিজ, সোনারগাঁও টেক্সটাইল এবং ফার কেমিক্যাল। এর মধ্যে সাভার রিফ্র্যাক্টরিজ এবং সোনারগাঁও টেক্সটাইল লোকসানে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির ক্ষেত্রে ৩য় স্থানে রয়েছে বিবিধ খাতের কোম্পানি সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় এ কোম্পানির দর ১৯ টাকা ৫০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪২ টাকা ৮০ পয়সা। এদিন এ শেয়ারের দর ২২৬ টাকা ৭০ পয়সা থেকে ২৪২ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। আজ ডিএসইতে কোম্পানিটির ১৬ হাজার ৭০২টি শেয়ার ২৫৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪০ লাখ এক হাজার টাকা। গত ৪ কার্যদিবস ধরেই কোম্পানিটির দর ধারাবাহিকভাবেই বেড়েছে। ৪ কার্যদিবসে কোম্পানিটির দর বেড়েছে ৪৮ টাকা ৩০ পয়সা।

১৯৮৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৩০ কোটি টাকা ও এক কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৫২ লাখ টাকা। কোম্পানিটি গত ২টি প্রান্তিকেই ধারাবাহিকভাবে লোকসান দেখিয়েছে। এর মধ্যে প্রথম পান্তিকে শেয়ারপ্রতি লোকসান ৪৬ পয়সা এবং দ্বিতীয় প্রান্তিকে ২৭ পয়সা। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ রয়েছে। কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পর কোনো ডিভিডেন্ড দেয়নি। এ কোম্পানির ১৩ লাখ ৯২ হাজার ৮০০টি শেয়ারের মধ্যে ৫০.৬৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭.১৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৪২.১৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির ক্ষেত্রে ৪র্থ স্থানে রয়েছে বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁও টেক্সটাইল। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় এ কোম্পানির দর ২ টাকা ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮ টাকা ৬০ পয়সা। এদিন এ শেয়ারের দর ২৬ টাকা ৫০ পয়সা থেকে ২৮ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। আজ ডিএসইতে কোম্পানিটির ১৮ লাখ ২৭ হাজার ৭৯৬টি শেয়ার এক হাজার ৩০৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা। গত ৫ কার্যদিবস ধরেই কোম্পানিটির দর ধারাবাহিকভাবেই বেড়েছে। ৫ কার্যদিবসে কোম্পানিটির দর বেড়েছে টাকা।

১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০ কোটি টাকা ও ২৬ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ২ কোটি ৬১ লাখ টাকা। কোম্পানিটি গত প্রথম প্রান্তিকে শেয়ারপতি ৮ পয়সা লোকসান দেখালেও দ্বিতীয় প্রান্তিকে ২৮ পয়সা আয় দেকিয়েছে। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও ৭১.৫০ পয়েন্ট। কোম্পানিটি সর্বশেস ২০১৯ সালে ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এ কোম্পানির ২ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ৫৬টি শেয়ারের মধ্যে ৪৪.৫৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১.৮০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫৩.৬৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

দর বৃদ্ধির ক্ষেত্রে ৭ম স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় এ কোম্পানির দর ৮০ পয়সা বা ৬.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৬০ পয়সা। এদিন এ শেয়ারের দর ১২ টাকা ৯০ পয়সা থেকে ১৩ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। আজ ডিএসইতে কোম্পানিটির ৭৩ লাখ ২০ হাজার ৪৪৮টি শেয়ার ২ হাজার ১৯৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা। গত ২ কার্যদিবস ধরেই কোম্পানিটির দর ধারাবাহিকভাবেই বেড়েছে। ২ কার্যদিবসে কোম্পানিটির দর বেড়েছে এক টাকা।

২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৩০০ কোটি টাকা ও ২১৮কোটি ৯ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৮০ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানিটি গত ২টি প্রান্তিকেই ধারাবাহিকভাবে লোকসান দেখিয়েছে। এর মধ্যে প্রথম পান্তিকে শেয়ারপ্রতি লোকসান ৩ পয়সা এবং দ্বিতীয় প্রান্তিকে ১৩ পয়সা। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ রয়েছে। কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এ কোম্পানির ২১ কোটি ৮০ লাখ ৯৩ হাজার ৪২৩টি শেয়ারের মধ্যে ৩০.২৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৩.৭৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫৬.০৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

এদিকে, আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে বিডিকম অনলাইনের। এদিন এ কোম্পানির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮১ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৪১ টাকা ৪০ পয়সায়। দ্বিতীয় অবস্থানে ছিল এনভয় টেক্সটাইল। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯.৬০ শতাংশ।

দর বৃদ্ধিতে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ভিএফএস থ্রেডের ৮ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৫৯ শতাংশ, এশিয়ান টাইগার মিউচ্যুয়াল ফান্ডের ৬.১২ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৫.৬৫ শতংশ এবং ন্যাশনাল টি কোম্পানির ৫.৩৮ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৪ মার্চ ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]