শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ধারাবাহিক দরপতনের পর সূচকের উত্থান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ | 104 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক দরপতনের পর সূচকের উত্থান

ধারাবাহিক দরপতনের পর সূচকের উত্থান হয়েছে দেশের শেয়ারবাজারে। টানা ৫ কার্যদিবস পর আজ ২০ অক্টোবর সূচকের সামান্য উত্থান হলেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.১১ পয়েন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৯২.২৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৬.৬৪ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৭৭.৬৫ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৫২ বা ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪০৭.০২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০টির বা ১৬.৫২ শতাংশের, শেয়ার দর কমেছে ৭৮টির বা ২১.৪৯ শতাংশের এবং ২২৫টির বা ৬১.৯৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ১৩ কোটি ২০ লাখ ৫৩ হাজার ৬০টি শেয়ার এক লাখ ৫৯ হাজার ১৪৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৭৫ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ২৩৮ টাকা ৯০ পয়সা। যা আগের কার্যদিবস থেকে ২০৩ কোটি ০৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১৭৮ কোটি ৭১ লাখ টাকার।

আজ বাজার মূলধন ৭ লাখ ৬৯ হাজার ৯০৭ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৫৫৯ টাকা ৮৮ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০.৪৩ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮০০.৩১ পয়েন্টে। এছাড়া সিএসই ৩০ সূচক ৩৮.৫১ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১৭.১৯ পয়েন্টে এবং সিএসইএক্স সূচক ১২.০৩ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৬৮.১৯ পয়েন্টে। সিএসইতে আজ ২০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির দর বেড়েছে, কমেছে ৭৬টির আর ৯১টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইতে ৪২ লাখ ৮০ হাজার ৩১৯টি শেয়ার ৪ হাজার ৩৫৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২৬ কোটি ২৯ লাখ ৩৩ হাজার ২৫৫ টাকা ২০ পয়সা।

এদিন সিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৫০ হাজার ৫৫৬ কোটি ৭১ লাখ ৯১ হাজার ২৫২ টাকা ৪০ পয়সা।

আরও পড়ুন : ব্লক মার্কেটে ৪২ কোম্পানির শেয়ার লেনদেন

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]