বৃহস্পতিবার ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ধারাবাহিক দরপতনে আস্থা সঙ্কট বাড়ছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ | 82 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক দরপতনে আস্থা সঙ্কট বাড়ছে

ধারাবাহিক দরপতনে আস্থা সঙ্কট বাড়ছে বিনিয়োগকারীদের। গত কয়েক দিন ধরেই ধারাবাহিকভাবে দরপতন হচ্ছে দেশের শেয়ারবাজারে।

সেই ধারাবাহিকতায় আজ ১৩ নভেম্বর সূচকের পতন হয়েছে দেশের শেয়ারবাজারে।

এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও তার স্থায়িত্ব ছিল কম।

পরবর্তীতে সূচকের উঠানামার মধ্য দিয়ে লেনদেন হলেও দুপুর ১২টার পর টানা পতন ঘটে।

এর ফলে দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১১.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৫.৮০ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৬.১৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৮.২৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির , কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৯টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.৭২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১১ কোটি ১৭ লাখ ২৪ হাজার ৭৪৬টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ৯২৭ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৪০৯ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১২ নভেম্বর ডিএসইতে ১২ কোটি ৮৫ লাখ ১০ হাজার ৬৯৮টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৯৭৪ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৪১৯ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯ কোটি ৬ লাখ ৪১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২৯.১০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫২২.০৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার ১৫৭ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ১৬ লাখ ৬ হাজার ১৫৪ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ২৭ লাখ ১১ হাজার ৯৯৭ টাকা।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৪:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]