শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ধারাবাহিক দরপতনে বাড়ছে আস্থা সঙ্কট

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ | 100 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক দরপতনে বাড়ছে আস্থা সঙ্কট

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সঙ্কট বাড়তে শুরু করেছে। কঠোর মনিটরিং মনিটরিংয়ের মাধ্যমে বাজারকে স্বাভাবিক ধারায় না আনতে পারলে আস্থা সঙ্কট আরো বাড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও ব্যাপক দরপতন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.২৬ পয়েন্ট বা ০.৯৩ শতাংশ কমে ৬ হাজার ৯২৬.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৯.২৮ পয়েন্ট বা ০.৬২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৬.০১ পয়েন্ট বা ১.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৮১.৮৯ পয়েন্টে এবং ২ হাজার ৫৫৯.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ২১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১৮ কোটি ১২ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ৩৩৩ কোটি টাকার।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির বা ১৮.৯৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৬৪টির বা ৬৯.৪৭ শতাংশের এবং ৪৪টি বা ১১.৫৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৩০ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৭৯০টি শেয়ার ২ লাখ ৭২ হাজার ৪৭১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ হাজার ২১৫ কোটি ১ লাখ ১৯ হাজার ৫৮৫ টাকা ৪০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৬ হাজার ৯৮২ কোটি ৩৪ লাখ ২৯ হাজার ৭৫৫ টাকা ২৫ পয়সা।

ডিএসইতে আজ ৩০ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৭৯০টি শেয়ার ২ লাখ ৭২ হাজার ৪৭১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ হাজার ২১৫ কোটি ১ লাখ ১৯ হাজার ৫৮৫ টাকা ৪০ পয়সা। ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৬ হাজার ৯৮২ কোটি ৩৪ লাখ ২৯ হাজার ৭৫৫ টাকা ২৫ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৯০.৭৭ পয়েন্ট বা ০.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ২৯৮.৫৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৪টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর। আজ সিএসইতে ৫২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আজ সিএসইতে ২ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার ৭৩১টি শেয়ার ৩২ হাজার ৪০৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫২ কোটি ২৭ লাখ ২ হাজার ১৪৭ টাকা ৯০ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪৩ অপরাহ্ণ | সোমবার, ৩১ জানুয়ারি ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]