বৃহস্পতিবার ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ধারাবাহিক দরপতনে মূলধন কমেছে ১.৬৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | 42 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক দরপতনে মূলধন কমেছে ১.৬৯ শতাংশ

দেশের শেয়ারবাজারে গত ৬ কার্যদিবসের ধারাবাহিক দরপতনে মূলধন কমেছে ১.৬৯ শতাংশ বা ১৩ হাজার ১২৮ কোটি ৬ লাখ ২৪ হাজার টাকা।

গত সপ্তাহের প্রথম কার্যদিবসে অর্থাৎ ১১ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৫ হাজার ৯৮৫ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

আজ  ১৯ ফেব্রুয়ারি ডিএসইর বাজার মূলধর দাঁড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার ৮৫৭ কোটি ৬১ লাখ ২৬ হাজার টাকা।

অর্থাৎ ৬ কার্যদিবসের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১৩ হাজার ১২৮ কোটি ৬ লাখ ২৪ হাজার টাকা।

আজ ১৯ ফেব্রুয়ারি সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে।

কিন্তু দুপুর ১২টা ২০ মিনিট পর থেকে সূচকের তীর একটানা নিচের দিকে নেমে যায়।

এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২৪.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৮.৯৮ পয়েন্ট।

অপর দুই সূচকের মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক ৭.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১.৩২ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ১.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩১.২৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৯৭ টির, কমেছে ২৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২৩ কোটি ৮১ লাখ ৫৮ হাজার ৯৬৪ টি শেয়ার ২ লাখ ২৯ হাজার ১৩৪ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ৮১৮ কোটি ৫৮ লাখ ৩১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি ডিএসইতে ২৮ কোটি ৫ লাখ ৩১ হাজার ১৮৩ টি শেয়ার ২ লাখ ৭৫ হাজার ৫৬৮ বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৯২৪ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৬ কোটি ১৫ লাখ ১১ হাজার টাকা।

এদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৬ শতাংশ বা ১০১.২৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৯৮৪.৫২ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৬৩ টির, কমেছে ১৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৩ লাখ ৭১ হাজার ২৩১ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]