নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ অক্টোবর ২০২২ | 361 বার পঠিত | প্রিন্ট
প্যারামাউন্ট ইনস্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্যারামাউন্ট ইনস্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আরও দেখুন : আজকের ডিএসই৩০ সূচকের লেনদেন চিত্র
জানা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৫০ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৯ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে এক পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা । গতবছর একই সময়ে ৩ টাকা ৮ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ২ পয়সা। গতবছর একই সময়ে যার পরিমাণ ছিল ২০ টাকা ৯২ পয়সা।
আগের দুই প্রান্তিকের আর্থিক প্রতবেদন তুলে ধরা হলো-
প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ৮৪ পয়সা।
৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৬ টাকা ১৭ পয়সা।
অপরদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল এক টাকা ৭৪ পয়সা।
এদিকে প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৫০ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৫৮ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৬ টাকা ৬০ পয়সা।
উল্লেখ্য, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ০৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৫ টাকা ৩৮ পয়সা(রিস্টেটেড)। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ২৫ পয়সায়।
আরও পড়ুন : এশিয়া ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
শেয়ারবাজার২৪
Posted ৬:১০ অপরাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.