শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহেও উন্নতি হয়নি সূচক ও লেনদেনে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩১ মে ২০২৪ | 31 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহেও উন্নতি হয়নি সূচক ও লেনদেনে

আগের সপ্তাহের মত বিদায়ী সপ্তাহেও (২৬-৩০ মে) ধারাবাহিক দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন। অপর শেয়ারবাজারে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০.৪৪ পয়েন্ট বা ১.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫১.৯৬ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১৫.৮৪ পয়েন্ট বা ১.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪৩.৭০ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ৩২.৮৬ পয়েন্ট বা ১.৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৪.৮৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৩২.৬২ পয়েন্ট বা ২.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫২০.০৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১১৫টি, কমেছে ২৪৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৭ কোটি ৯২ লাখ ২০ হাজার শেয়ার ৫ লাখ ৪৪ হাজার ৭৯৬বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৯৫০ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৭০ কোটি ২ লাখ ৯০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১৯ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা বা ৫.৭৬ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৯২২ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ১৪৪ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা বা ০.৬৩ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩১.১৭ পয়েন্ট বা ২.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭২.২০ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১৯৬.৯৪ পয়েন্ট বা ২.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৭.৯১ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১২.০০ পয়েন্ট বা ১.১০ শতাংশ এবং সিএসআই সূচক ২৪.০৪ পয়েন্ট বা ২.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৭৯.০৯ পয়েন্টে এবং ৯৮২.৭১ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ১৬৮.২৯ পয়েন্ট বা ১.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৩২.৮৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৭৩টি, কমেছে ২২৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬৬ কোটি ২১ লাখ ৯৬ হাজার ৩০৩ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫৫ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৪৩৯ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১১১ কোটি ১৩ লাখ ৩৯ হাজার ৮৬৪ টাকা বা ৭১.৬৫ শতাংশ বেড়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]