বুধবার ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে দরপতনে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | 36 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে দরপতনে লেনদেন কমেছে

বিদায়ী সপ্তাহে দরপতনে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহজুড়ে উভয় স্টক এক্সচেঞ্জেই সব ধরনের সূচক কমেছে

একই সঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জেই কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ ও বাজার মূলধন।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ২২০ দশমিক ২৪ পয়েন্টে।

এছাড়া ডিএসই৩০ সূচক ৮ দশমিক ২১ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৫ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়ায় যথাক্রমে- ২ হাজার ২১৮ দশমিক ৭৬ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৬ দশমিক ৮৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫টির, দর কমেছে ১৪১টির ও অপরিবর্তিত রয়েছে ২২২টি কোম্পানির।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ টাকা।

আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৮৪ কোটি ৯৭ লাখ টাকা।

এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৪৪ কোটি ৮৭ লাখ টাকা বা ১ দশমিক ৭৪ শতাংশ।

ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫০৮ কোটি ২ লাখ টাকা।

আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৬৪৬ কোটি ২৪ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬১ হাজার ৮৯৪ কোটি ৬৭ লাখ টাকায়।

এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬৫ হাজার ৫৯১ কোটি ৫৯ লাখ টাকায়।

এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে তিন হাজার ৬৯৬ কোটি ৯২ লাখ টাকা বা ০.৪৮ শতাংশ।

এদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে।

এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৫২ শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ৩৫২ দশমিক ৭১ পয়েন্টে।

এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ২৫ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ১৪ শতাংশ এবং সিএসইসিএক্স সূচক দশমিক ৫২ শতাংশ কমেছে।

অন্য সূচকগুলোর মধ্যে- সিএসআই সূচক দশমিক ৩৭ শতাংশ এবং সিএসইএসএমইএক্স ৩ দশমিক শূন্য ৩ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে- ১ হাজার ৩২০ দশমিক ৫৬ , ১৩ হাজার ৩৩৩ দশমিক ৯২, ১১ হাজার ১ দশমিক ৭১, ১ হাজার ১৫৬ দশমিক ৯০ এবং ১ হাজার ৬০৯ দশমিক ৭০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৬৬টি কো¤ মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮টির, দর কমেছে ৮৩টির ও অপরিবর্তিত রয়েছে ১৬৫টি কোম্পানির।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৫৭ কোটি ১৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৮ লাখ টাকা।

অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৫ কোটি ৯৫ লাখ টাকা বা ৯ দমমিক ৪৩ শতাংশ।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার সিএসইর বাজারমূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৮ হাজার ৫০০ কোটি ৬ লাখ টাকায়।

এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫২ হাজার ৫১ কোটি ৭১ লাখ টাকায়।

এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৫৫১ কোটি ৬৫ লাখ টাকা।

শেয়ারবাজার২৪

এখানে দেখুন ডিএসইর সাপ্তাহিক লেনদেন চিত্র

আরও পড়ুন : ইউনাইটেড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

Facebook Comments Box

Posted ১১:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]