শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২১ অক্টোবর ২০২৩ | 111 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন।

গত সপ্তাহে পাঁচ হাজার কোটি টাকা বাজার মূলধন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ১৯.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৯.০১ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৩.৫৭ পয়েন্টে।

তবে ডিএসই-৩০ সূচক ১.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুইহাজার ১৪০.৪৫ পয়েন্টে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৭টির বা ২৫.৫৯ শতাংশ, দর কমেছে ৫৪টির বা ১৪.২৫ শতাংশ এবং ২২৮টির বা ৬০.১৬ শতাংশের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহটিতে ডিএসইতে টাকার পরিমাণে লেনেদেন হয়েছে দুই হাজার ৫০২ কোটি ৭৯ লাখ টাকায়।

আগের সপ্তাহের ডিএসইতে লেনদেন হয়েছিল দুই হাজার ১৫ কোটি ০৪ লাখ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৪৮৭ কোটি ৭৫ লাখ টাকা বেড়েছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৭ হাজার ১৮৫ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৮২ হাজার ১৩২ কোটি ০৭ লাখ ৯৫ হাজার ৪৯৪ টাকা।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন চার হাজার ৯৪৬ কোটি ২৭ লাখ ১২ হাজার ৬২৬ টাকা বেড়েছে।

 

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৯.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৫.৩২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে- সিএসসিএক্স ২২.২৩ পয়েন্ট এবং সিএসআই ৩.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১১০.৬২ পয়েন্টে এবং একহাজার ১৬৮.৭৯ পয়েন্টে।

তবে সিএসই-৩০ সূচক ১৩.৭৭ পয়েন্ট এবং সিএসই-৫০ সূচক ০.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৬৩.৩০ পয়েন্টে এবং একহাজার ৩০৭.৭৮ পয়েন্টে।

সপ্তাহটিতে সিএসইতে ৬৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৩০৫ টাকার লেনদেন হয়েছে।

যা আগের সপ্তাহ থেকে ৪৪ কোটি ৭১ লাখ ৩২ হাজার ৬১৪ টাকা কম।

আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১০ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৯১৯ টাকা।

সপ্তাহটিতে সিএসইতে ২৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল।

এর মধ্যে দর বেড়েছে ৭০টির বা ২৯.৪১ শতাংশ, দর কমেছে ৫০টির বা ২১.০১ শতাংশ এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১১৮টির বা ৪৯.৫৮ শতাংশ কোম্পানির।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সোয়া ১০ কোটি টাকা জরিমানা

আরও পড়ুন : ডিএসইর সাপ্তাহিক লেনদেন চিত্র

 

Facebook Comments Box

Posted ২:৪৯ অপরাহ্ণ | শনিবার, ২১ অক্টোবর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]