বুধবার ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৭ কোম্পানির ডিভিডেন্ড কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩ | 216 বার পঠিত | প্রিন্ট

বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৭ কোম্পানির ডিভিডেন্ড কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৭ কোম্পানির ডিভিডেন্ড কমেছে।

কোম্পানিগুলো হলো- বারাকা পাওয়ার লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, সিভিও পেট্রো কেমিক্যাল লিমিটেড, ডরিন পাওয়ার, জিবিবি পাওয়ার লিমিটেড, শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, তিতাস গ্যাস এবং ইউনাইটেড পাওয়ার লিমিটেড।

উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্য ১২টি কোম্পানি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। যার মধে ডিভিডেন্ড কমেছে ৭ কোম্পানির, একটি বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে ৪টির।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডিভিডেন্ড কমেছে ইউনাইটেড পাওয়ার লিমিটেডের।

৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর ১৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৯০ শতাংশ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৮৩ পয়সা।

যা আগের বছর একই সময়ে ছিল ১৭ টাকা ২১ পয়সা।

৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ২২ পয়সা।

আগামী ১৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।

বারাকা পাওয়ার লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৫ শতাংশ।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৫৬ পয়সা।

আগের বছর ইপিএস হয়েছিল ২ টাকা ১৩ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

 

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত লর্থবছরে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৫ শতাংশ।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬ পয়সা লোকসান দিয়েছে। অ

াগের বছর শেয়ার প্রতি ১ টাকা ২৪ পয়সা আয় করেছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৮১ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

 

ডরিন পাওয়ার: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর ১৮ শতাংশ ক্যাশ ও ১২ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ১৯ শতাংশ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৯ টাকা ২১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৫০ টাকা ৪৭ পয়সা।

আগামী ০৭ ডিসেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৯ নভেম্বর।

জিবিবি পাওয়ার লিমিটেড : ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ১ শতাংশ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১০ পয়সা।

যা আগের বছর একই সময়ে ছিল এক টাকা ১ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড : ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর ১৬ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ১৯ শতাংশ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১ টাকা ৫২ পয়সা।

যা আগের বছর একই সময়ে ছিল ৪ টাকা ১৪ পয়সা।

আগামী ৯ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর।

 

তিতাস গ্যাস: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৫ শতাংশ।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৭ পয়সা।

আগের অর্থবছরে শেয়ার প্রতি ৩ টাকা ২১ পয়সা আয় ছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭১ টাকা ৭৫ পয়সা।

আগামী ২০ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর, ২০২৩।

সিভিও পেট্রো কেমিক্যাল লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এই ডিভিডেন্ড কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য।

উদ্যোক্তা পরিচালকরা ডিভিডেন্ড নিবেন না। আগের বছর কোম্পানিটি কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা।

আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৬৩ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮ টাকা ৩৭ পয়সা।

আগের বছর একই সময়ে যা ছিল ৭ টাকা ৭৪ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

যেসব কোম্পানিতে ডিভিডেন্ড কমেছে সেগুলোর মধ্যে-

ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

অর্থাৎ ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

এই ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঘোষণা করা হয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৬১ পয়সা।

আগের বছর শেয়ার ইপিএস ছিল ১ টাকা ৫৯ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৫০ টাকা ৬২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর ২০২৩।

এমজেএল বাংলাদেশ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭৩ পয়সা।

আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৬ টাকা ৩৬ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৪ টাকা ২৭ পয়সা।

আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩০ পয়সা।

আগের অর্থবছরে ইপিএস হয়েছিল এক টাকা ৩ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৪৬ পয়সা।

আগামী ১২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

 

খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড: ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান হয়েছে ১ টাকা ৬৭ পয়সা।

গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০৩ পয়সা।

এছাড়া, ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ১৯ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।

শেয়ারবাজার২৪

 

আরও পড়ুন : ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

 

Facebook Comments Box

Posted ১১:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]