বৃহস্পতিবার ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বেক্সিমকোকে হটিয়ে সাপ্তাহিক টার্নওভারে শীর্ষে ওরিয়ন ফার্মা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ | 213 বার পঠিত | প্রিন্ট

বেক্সিমকোকে হটিয়ে সাপ্তাহিক টার্নওভারে শীর্ষে ওরিয়ন ফার্মা

বিদায়ী সপ্তাহে (১৮-২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেক্সিমকো হটিয়ে টার্নওভার বা লেনদেন তালিকায় শীর্ষে অবস্থান করছে ওরিয়ন ফার্মা। আগের সপ্তাহের মত সাপ্তাহিক টার্নওভার তালিকায় ১০টির মধ্যে বিদায়ী সপ্তাহে ৮টি কোম্পানি ওঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৮ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৭০টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য এক হাজার ২৪০ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১২.২৭ শতাংশ।

সাপ্তাহিক লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ কোটি ১৮ লাখ ৭৮ হাজার ৯১৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য এক হাজার ১৩৬ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ২ লাখ ৪৯২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৪৭৯ কোটি ৭০ লাখ ৪১ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেএমআই হসপিটালের ৩৫৮ কোটি ৩ লাখ ৬৩ হাজার টাকা, লাফার্জহোলসিমের ২৪২ কোটি ৯১ লাখ ৫৫ হাজার টাকা, ইউনিক হোটেলের ২০২ কোটি ৮০ লাখ ২৩ হাজার টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ১৯৭ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা, একমি ল্যাবরেটরিজের ১৯৭ কোটি ৫৬ লাখ ৭৭ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ১৯১ কোটি ৭৩ লাখ ৯৮ হাজার টাকা এবং শাহজীবাজার পাওয়ার কোম্পনির ১৮৬ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]