শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাপক দরপতনে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ অক্টোবর ২০২২ | 86 বার পঠিত | প্রিন্ট

ব্যাপক দরপতনে লেনদেন কমেছে

আজ ২৪ অক্টোবর ব্যাপক দরপতনে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন দরপতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। এদিন সকালে ডিএসইর ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যা দেখা দেয়। যাতে করে সকাল ১০টা ৫৮ মিনিট থেকে দুপুর সাড়ে ২টা ১০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল লেনদেন কার্যক্রম। পরবর্তীতে লেনদেন আবারও শুরু হয়। কিন্ত দরপতন থেকে বের হতে পারেনি শেয়ারবাজা। এদিন শেয়ারবাজারের অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। যে কারণে ব্যাপক দরপতনে লেনদেন কমেছে ৪৫৩ কোটি ৭০ লাখ টাকা।

আরও দেখুন : আজকের ডিএসইর টার্নওভার তালিকা

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৩৫ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩০৭.৯৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৬.৮৯ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৪৫.৩৬ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ১৪.২৭ বা ১.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৮৪.৫৪ পয়েন্টে।

আগের কার্যদিবেসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.৯৮পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৪৪.৩১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৫.৩৯ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৬২.২৫ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৮.২০ বা ০.৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৯৮.৮২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩১৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮ টির বা ৫.৭১ শতাংশের, শেয়ার দর কমেছে ৮২টির বা ২৬.০৩ শতাংশের এবং ২১৫টির বা ৬৮.২৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আগের কার্যদিবসে, ডিএসইতে ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭টির বা ৪.৭৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৯টির বা ৩৩.১৫ শতাংশের এবং ২২৩টির বা ৬২.১২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে আজ ৪ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ১২৬টি শেয়ার ৫৫ হাজার ৪৯৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৩৪ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার ৩৫২ টাকা ৭০ পয়সা। যা আগের কার্যদিবস থেকে ৪৫৩ কোটি ৭০ লাখ টাকা কম।

আগের কার্যদিবসে ডিএসইতে ১১ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ৩৫৩টি শেয়ার এক লাখ ৩৮ হাজার ২৫৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৮৮ কোটি ৪৬ লাখ টাকা ৭৭ হাজার ৬২২ টাকা ৪০ পযসা।

আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৮৪৯ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সায়। আগের কার্যদিবসে অর্থাৎ গত ২০ অক্টোবর, বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৭ হাজার ৬০৪ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৫০০ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.০৬ পয়েন্ট বা ০.৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৩.৬০ পয়েন্টে। সিএসইতে আজ ২০২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দর বেড়েছে, কমেছে ৫৮টির আর ১১৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আগের কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮০.৬৩ পয়েন্ট বা ০.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১৯.৬৭ পয়েন্টে। সিএসইতে এদিন ২২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২২টির দর বেড়েছে, কমেছে ৭৫টির আর ১৩১টির দর অপরিবর্তিত রয়েছে। ওইদিন সিএসইতে ১৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও পড়ুন : প্যারামাউন্ট ইনস্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]