বৃহস্পতিবার ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাপক দরপতনে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ | 38 বার পঠিত | প্রিন্ট

ব্যাপক দরপতনে লেনদেন কমেছে

আজ ১১ এপ্রিল ব্যাপক দরপতনে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন লেনদেনের শুরু থেকে  সূচকের স্বাভাবিক উঠানামায় লেনদেন হয়।

কিন্ত ১১টার পর থেকেই অস্বাভাবিক হারে এক টানা সূচকের পতন হয়। যা শেষ পর্যন্ত অব্যহত থাকে।

এর ফলে দিনশেষে সব সূচকের পাশাপাশি লেনদেন কমে যায়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৫.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৬.৪৮ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪২.৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৮.৬৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪ টির, কমেছে ৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১১.৫২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ১৩৬টি শেয়ার ৮৮ হাজার ৮৫৬ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৫৩ লাখ ৫৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ১৮.৭৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ২৭৯.৩৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২২টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৮ লাখ ৬ হাজার ৭৪৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৫২০ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ৬০ লাখ ১১ হাজার ৭৭২ টাকা।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : এক্সিম ব্যাংকের ঘোষিত ডিভিডেন্ডে সম্মতি

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

Facebook Comments Box

Posted ৬:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]