শনিবার ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে পৌনে ৭৮ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২ | 179 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে পৌনে ৭৮ কোটি টাকার লেনদেন

আজ ৩০ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪১ কোম্পানির লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- আল-হাজ্ব টেক্সটাইল, আলিফ ম্যানুফ্যাকচারিং, এএমসিএল প্রাণ, অ্যাপেক্স ফুডস,বিবিএস কেবলস, বিডিকম অনলাইন, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ, দেশ গার্মেন্টস, ইস্টার্ণ হাউজিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ফরচুন সুজ, গ্রামীণফোন, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, ইমাম বাটন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, কেডিএস অ্যাক্সেসরিজ, লুব-রেফবিডি, মালেক স্পিনিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেট্রো স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ব্যাংক, নিউলাইন ক্লোথিংস, ন্যাশনাল টি, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, আরডি ফুড, স্যালভো কেমিক্যাল, সামিট অ্যালায়েন্স পোর্ট, সাউথবাংলা ব্যাংক, সোনালী পেপার, স্কয়ার ফার্মা, সানলাইফ ইন্স্যুরেন্স ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ ব্লক মার্কেটে এসব কোম্পানির ২ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার ১৩৬টি শেয়ার ১৫৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৭ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৫ লক্ষ টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১৩ কোটি ৯৩ লাখ ৯ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১০ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার টাকার। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে আলহাজ টেক্সটাইলের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৭ কোটি ১১ লাখ ৭৯ হাজার টাকার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- কেডিএস এক্সেসরিজের ৪ কোটি ৪২ লাখ ৯২ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ২ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ২ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংস এর ২ কোটি ১২ লাখ ২০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকার, সান লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার টাকার, ফারইস্টিনিটিং এর ১ কোটি ৩২ লাখ ৯৮ হাজার টাকার, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ১৭ লাখ টাকার, সোনালী পেপারের ৮৪ লাখ ২০ হাজার টাকার, ন্যাশনাল টি কোম্পানির ৮০ লাখ ১ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৭৬ লাখ ৬০ হাজার টাকা আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৬৬ লাখ ৬০ হাজার টাকার, সামিট অ্যালায়েন্স পোর্ট এর ৫৩ লাখ ৩৮ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪২ লক্ষ ৪৪ হাজার টাকার, আরডি ফুডের ৩৩ লাখ ৪০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৩১ লাখ ৫৯ হাজার টাকার, কপারটেক এর ৩০ লাখ ৫২ হাজার টাকার, তশরিফা ইন্ডাস্ট্রিজের ৩০ লাখ ৪০ হাজার টাকার, ইমাম বাটনের ২৯ লাখ ৭৭ হাজার টাকার, গ্রামীণফোনের ২৯ লাখ ১৪ হাজার টাকার, দেশ গার্মেন্টসের ২৭ লাখ ১ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ২৫ লাখ দুই হাজার টাকার, বিবিএস ক্যাবলসের ২৪ লাখ ৮৩ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্স এর ২২ লাখ ৩১ হাজার টাকার, এইচ আর টেক্সটাইলের ২০ লাখ ৪৯ হাজার টাকার, মেট্রো স্পিনিং এর ১৭ লাখ ৮৪ হাজার টাকার, এএমসিএল প্রাণের ১৪ লাখ ৫০ হাজার টাকার, ফরচুন সুজের ১৩ লাখ ৬৪ হাজার টাকা রূপরেখের ১৩ লাখ ৫৮ হাজার টাকার, পপুলার লাইফ ইন্সুরেন্সের ১০ লাখ ২০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৯ লাখ ১০ হাজার টাকার, মেঘনা কনডেন্স মিল্কের আট লাখ ৯২ হাজার টাকা বিডিকমের ৭ লাখ ৯৫ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৭ লাখ ৫০ হাজার টাকার, বেঙ্গল উইন্ডসোরের ৫ লাখ ৯৮ হাজার টাকার, এপেক্স ফুডসের ৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box
বিষয় :

Posted ৭:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]