সোমবার ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ আগস্ট ২০২২ | 92 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার বেশি লেনদেন

আজ ১৪ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- একমি পেস্টিসাইডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ড, বাংলাদেশ ন্যাশনাল ইনন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, জেনেক্স ইনফোসিস,গোল্ডেন সন, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ইমাম বাটন, আপিডিসি, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, লাফার্জহোলসিম, লুবরেফবিডি, এম.এল ডাইং, এনসিসি ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, সী পার্ল বীচ, সিমটেক্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, সোনারগাঁও টেক্সটাইল, সাউথইস্ট ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, স্ট্যান্ডার্ড ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ব্যাংক ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। ব্লাক মার্কেটে আজ এসব কোম্পানির ৩৭৫ লাখ ৮ হাজার ২২২টি শেয়ার ও ইউনিট ৮১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ওঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ লাখ ৪৪ হাজারটি। টাকার অঙ্কে যার মূল্য ১৮ কোটি ২৩ লাখ ৯৪ হাজার টাকা। প্রতিটি শেয়ারের গড় মূল্য পড়েছে ৫৮ টাকা ১ পয়সা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- আর ডি ফুডের ৩ কোটি ১৫ লাখ ২৩ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ২ কোটি ১৩ লাখ ৯১ হাজার টাকার, ফরচুন সুজের ১ কোটি ৭০ লাখ ৬৯ হাজার টাকার, সি পার্লের ১ কোটি ৬০ লাখ ৪৪ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকার, সোনালী পেপারের ৯৩ লাখ ৬ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ৮১ লাখ ৭৯ হাজার টাকার, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের ৭৬ লাখ ৩৮ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫০ লাখ ১০ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৪৭ লাখ ৭৮ হাজার টাকার, সানলাইফ ইন্সুরেন্সের ৪৫ লাখ ৬ হাজার টাকার, লাফার্জ হোলসিম ৩৮ লাখ ২৫ হাজার টাকার, এমএল ডাইয়িংয়ের ৩৮ লাখ ১৯ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৬ লাখ ৬৭ হাজার টাকার, সিমটেক্সের ২৭ লাখ টাকার, প্যারামাউন্ট এর ২৫ লাখ ৬০ হাজার টাকার, সোনারগাঁও টক্সটাইলের ২৪ লাখ ৯৭ হাজার টাকার, এপিএসসিএল বন্ডের ২৩ লাখ ৫৪ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ২০ লাখ ৮ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ১৮ লাখ ৪০ হাজার টাকার, ভিএফএস থ্রেডের ১৬ লাখ ৫ হাজার টাকার, ইমাম বাটনের ১৩ লাখ ৪২ হাজার টাকার, সিনো বাংলার ১১ লাখ ৩০ হাজার টাকার, একমি পেস্টিসাইডের ১০ লাখ ১৯ হাজার টাকার, ইউনিয়ন ব্যাংকের ৯ লাখ ২১ হাজার টাকার, লুবরেফের ৬ লাখ ৬৭ হাজার টাকার, গোল্ডেন সনের ৬ লাখ ৪৬ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৬ লাখ ২৫ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৫ লাখ ৮২ হাজার টাকার, দেশ গার্মেন্টসের ৫ লাখ ৭২ হাজার টাকার, আইসিবি অগ্রাণী ফার্স্টের ৫ লাখ ৭২ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকসের ৫ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box
বিষয় :

Posted ৫:১১ অপরাহ্ণ | রবিবার, ১৪ আগস্ট ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]