সোমবার ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ অক্টোবর ২০২১ | 106 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার বেশি লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (২৫ অক্টোবর) ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানির ৫৫ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিট্রিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো, জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্ক, এবি ব্যাংক, একমি ল্যাবরেটরিজ, এডিএন টেলিকম, অ্যাডভেন্ট ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়া ইন্স্যুরেন্স, সিএপি এমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, এনভয় টেক্সটাইল, ফরচুন সুজ, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ড, ইফাদ অটোস, লাফার্জ হোলসিম বাংলাদেশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যশনাল হাউজিং ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, কাশেম ইন্ডাস্ট্রিজ, আরএকে সিরামিকস, রেনেটা, সাইফ পাওয়ার, সোনালী পেপার, শাইন পুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা এবং সামিট পাওয়ার লিমিটেড।

এদিন ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৫৫ লাখ ৭৮ হাজার ৮২৫ টাকার শেয়ার ৫০ বার হাত বদল হয়েছে, যার বাজারমূল্য ৫৫ কোটি ৮৬ লাখ ২২ হাজার টাকা। ডিএসির সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৮ লাখ ৮১ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ বিট্রিশ আমেরিকান টোব্যাকোর ৩ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ বেক্সিমকোর ৩ কোটি ১২ লাখ টাকার, চতুর্থ সর্বোচ্চ জেনেক্স ইনফোসিসের ২ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে – আমরা নেটওয়ার্কের ২৫ লাখ ৫০ হাজার টাকার, এবি ব্যাংকের ১৫ লাখ ২০ হাজার টাকার, একমি ল্যাবরেটরিজের ৬ লাখ ৮ হাজার টাকার, এডিএন টেলিকমের ৬ লাখ ৫০ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৩৪ লাখ টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬ লাখ ২৯ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১ কোটি ৫১ লাখ ৫৭ হাজার টাকার, সিএপি এমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৯০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৭ লাখ ৮২ হাজার টাকার, ই-জেনারেশনের ২১ লাখ ৩৫ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৭ লাখ ৮১ হাজার টাকার, এমারেল্ড অয়েলের ২৯ লাখ ৯৬ হাজার টাকার, এনভয় টেক্সটাইলের ৭ লাখ ১৮ হাজার টাকার, ফরচুন সুজের ১ কোটি ৬৯ লাখ টাকার, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৬৭ লাখ ৩১ হাজার টাকার, আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ডের ৬২ লাখ ২৭ হাজার টাকার, ইফাদ অটোসের ৫৮ লাখ টাকার, লাফার্জ হোলসিম বাংলাদেশের ৫ লাখ ৬৫ হাজার টাকার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩৬ লাখ ৬ হাজার টাকার, ন্যশনাল হাউজিং ফাইন্যান্সের ২ কোটি ১১ লাখ টাকার, এনআরবিসি ব্যাংকের ১২ লাখ ৭৪ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ৬৫ হাজার টাকার, আরএকে সিরামিকসের ৩৬ লাখ ৬ হাজার টাকার, রেনেটার ৮ লাখ ৬৩ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৮৫ লাখ ৭৭ হাজার টাকার, সোনালী পেপারের ২৫ লাখ ৭ হাজার টাকার, শাইন পুকুর সিরামিকসের ১১ লাখ ৬৪ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৫ লাখ ৬৩ হাজার টাকার এবং সামিট পাওয়ারের ৩৭ লাখ ১৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩৪ অপরাহ্ণ | সোমবার, ২৫ অক্টোবর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]