বৃহস্পতিবার ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৬১ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ মার্চ ২০২২ | 92 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬১ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ২৫ মার্চ ব্লক মার্কেটে ৩৮ কোম্পানির ৬২ লাখ ৪৯ হাজার ৭২২টি শেয়ার ৭৬বার হাত বদলের মাধ্যমে ৬১ কোটি ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ডিএসইর ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রাইম ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ১৬ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৬ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা এবং তৃতীয় সর্বোচ্চ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- আলহাজ টেক্সটাইলের ২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকা, আমান ফিডের ১৪ লাখ ৪২ হাজার টাকা, এপেক্স ফুডসের ৫ লাখ ৩৭ হাজার টাকা, ব্যাংক এশিয়ার ৮ লাখ ৪৬ হাজার টাকা, বিডি ফাইন্যান্সের ৮ লাখ ৫২ হাজার টাকা, বিডি থাইয়ের ১২ লাখ ৪২ হাজার টাকা, বসুন্ধরা পেপারের ২৬ লাখ ১২ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকা, বাংলাদেশ সাবমেরিনের ২০ লাখ ৫০ হাজার টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৮৮ লাখ ৭৪ হাজার টাকা, ডমিনেজ স্টিলের ১৪ লাখ ১৬ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের ১৫ লাখ ৫৫ হাজার টাকা, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ৬০ হাজার টাকা, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ৭১ হাজার টাকা, ফরচুন সুজের ১৪ লাখ ২৪ হাজার টাকা, জেনেক্সের ২ কোটি ৭৫ লাখ ৪১ হাজার টাকা, এইচআর টেক্সটাইলের ৫৬ লাখ ১৩ হাজার টাকা, কে অ্যান্ড কিউর ১ কোটি ১৯ লাখ ৪৬ হাজার টাকা, কাট্টালি টেক্সটাইলের ৩৫ লাখ ৬৭ হাজার টাকা, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ১৮ লাখ ৪০ হাজার টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩৮ লাখ ৫৯ হাজার টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ১৩ লাখ ৭৮ হাজার টাকা, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ৫ লাখ ২০ হাজার টাকা, ওয়াইম্যাক্স ৬ লাখ ২৪ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ৬ লাখ ৯৪ হাজার টাকা, পেপার প্রসেসিংয়ের ৭ লাখ ৮৯ হাজার টাকা, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৪ কোটি ২০ লাখ টাকা, প্রিমিয়ার ব্যাংকের ১১ লাখ ৩১ হাজার টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৯০ হাজার টাকা, আরডি ফুডের ৬৫ লাখ ৩০ হাজার টাকা, সিলকো ফার্মার ৭০ লাখ টাকা, সোনালী পেপারের ১২ লাখ ৪৯ হাজার টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ২৩ লাখ টাকা, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৬৪ লাখ ২৬ হাজার টাকা এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:০১ অপরাহ্ণ | সোমবার, ২৮ মার্চ ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]