নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ অক্টোবর ২০২২ | 547 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ২২ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড সভায় রহিম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এখানে দেখুন : ডিএসইতে থেকে প্রাপ্ত সাপ্তাহিক প্রতিবেদন
জানা যায়, কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। আগের বছর কোম্পানিটির আয় ছিল ২ টাকা ২৫ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ বা ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০৯ পয়সা। আগের বছর কোম্পানিটির আয় ছিল ২৮ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৭ টাকা ৯৭ পয়সা। আগের বছর কোম্পানিটির আয় ছিল ৩৭ টাকা ৯৯ পয়সা।
আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।
এর আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল কোম্পানিটি। ওই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৫ পয়সা।
এদিকে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২২ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪৯ পয়সা।
এদিকে, তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) আয় হয়েছে এক টাকা ৬৮ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ৮৪ পয়সা।
৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৮ টাকা ৮ পয়সা।
আরও পড়ুন : ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার২৪
Posted ১১:১২ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ অক্টোবর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.