শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

রিজেন্ট টেক্সটাইল : চেক প্রতারণার মামলায় ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ আগস্ট ২০২২ | 172 বার পঠিত | প্রিন্ট

রিজেন্ট টেক্সটাইল : চেক প্রতারণার মামলায় ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার

শেয়ারবাজারে তালিকভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ ৪ পরিচালকের বিরুদ্ধে ১ কোটি ৮০ লাখ টাকার চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানার জারি করেছে আদালত। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ৬ষ্ঠ আদালতের ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এ আদেশ দেন।

জানা যায়, মামলার চার আসামির মধ্যে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, পরিচালক ইয়াসিন আলী, মাশরুপ হাবিব ও তানভীর হাবিব।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্যানেল আইনজীবী নাঈম ভূইয়া সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, একাধিকবার অর্থ পরিশোধ ও আদালতে হাজির হতে সমন জারি করা হলেও আসামিরা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয়।

মামলা সূত্রে জানা যায়, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আগ্রাবাদ শাখার ৩টি মামলায় ১ কোটি ৮০ লাখ টাকার ডিজঅর্ডার হওয়ায় রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ ৪ পরিচালকের বিরুদ্ধে ২০২১ সালে মামলাটি করা হয়। কোম্পানিটি হাবিব গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:০৭ অপরাহ্ণ | সোমবার, ০৮ আগস্ট ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]