মঙ্গলবার ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

লিগ্যাসি ফুটওয়্যারের নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ | 263 বার পঠিত | প্রিন্ট

লিগ্যাসি ফুটওয়্যারের নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যারের নতুন শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানির চলতি মূলধনের ঘাটতি পূরণের জন্য এই শেয়ার ইস্যু করার মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে। আজ ১০ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ অভিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি নতুন শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ৩০ কোটি টাকা সংগ্রহ করবে, যা কোম্পানির চলতি মূলধনের ঘাটতি পূরণ করবে। কোম্পানির পরিচালক ও কৌশলগত বিনিয়োগকারীদের (যদি পাওয়া যায়) এই শৈয়ার ইস্যু করবে।

কোম্পানির সামগ্রিক অর্থনৈতিক অবস্থায় বোনাস শেয়ার বা রাইট শেয়ার ইস্যু করে মূলধন বাড়ানোর সুযোগ নেই বলে, এভাবে নতুন শেয়ার ইস্যু করে মূলধন বাড়াতে চায় কোম্পানিটি। তবে এই সিদ্ধান্ত কার্যকরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি প্রয়োজন হবে। আর এই অনুমতি চেয়ে শিগগিরই কোম্পানিটি বিএসইসির কাছে আবেদন করবে।

প্রসঙ্গত, চামড়া ও ফুটওয়্যার খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যারের বর্তমান অনুমোদি মূলধন ৭৫ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১৩ কোটি ৮ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩০ শতাংশ ধারণ করছেন এর উদ্যোক্তা-শেয়ারহোল্ডাররা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৩ দশমিক ৪৬ শতাংশ শেয়ার। বাকী ৫৬ দশমিক ৫৪ শতাংশ শেয়ার ধারণ করছেন সাধারণ বিনীযোগকারীরা।

আরও পড়ুন :  মুন্নু ফেব্রিক্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : শাইনপুকুর সিরামিকসের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন :  ইবনে সিনার আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন :  বিবিএস ক্যাবলসের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন :  কোহিনুর কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন :  বেঙ্গল বিস্কুটের ডিভিডেন্ড ঘোষণা

 

আরও পড়ুন :  ডিএসইর শোকজের কবলে প্রগতী লাইফ ইন্স্যুরন্স

আরও পড়ুন : সূচকের উত্থানেও লেনদেন কমেছে 

আরও পড়ুন : ৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু 

আরও পড়ুন : স্পট মার্কেটে লেনদেন করবে ৬ কোম্পানি

আরও পড়ুন : ২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

আরও পড়ুন : ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]