সোমবার ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

লোকসান কাটিয়ে পুঁজি ফিরে পাচ্ছে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৫ জুলাই ২০২৪ | 26 বার পঠিত | প্রিন্ট

লোকসান কাটিয়ে পুঁজি ফিরে পাচ্ছে বিনিয়োগকারীরা

দীর্ঘদিন ধারাবাহিক দরপতনের কারণে যে লোকসান হয়েছে বিনিয়োগকারীদের তা কাটিয়ে মুনাফা হতে শুরু করেছে। আগের সপ্তাহের মত ধারাবাহিকভাবে সূচকের উত্থান হচ্ছে। এতে বিনিয়োগকারীদের মূলধন ফিরে আসছে। আগের সপ্তাহের মত বিদায়ী সপ্তাহেও (৩০ জুন-০৪ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। কারণ গত সপ্তাহে মাত্র ৪ কার্যদিবস লেনদেন হয়েছে।

ব্যাংক ক্লোজিংয়ের কারণে ০১ জুলাই শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। এর ফলে লেনদেন করলেও বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে সাড়ে ৯ হাজার কোটি টাকার। অর্থাৎ বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে উল্লেখযোগ্য হারে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪২.১৫ পয়েন্ট বা ২.৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৭.৫৬ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২৫.১৮ পয়েন্ট বা ২.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০৮.৭০ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ২৮.৭৭ পয়েন্ট বা ১.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫১.৩৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ২৬.৩৫ পয়েন্ট বা ১.৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৭৯.৪০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৩২৯টি, কমেছে ২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭১ কোটি ৬৭ লাখ ১০ হাজার শেয়ার ৬ লাখ ৬১ হাজার ৬২৪বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৩ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮০২ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৩৮ কোটি ৮৩ লাখ টাকা বা ১২.০৯ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬১ হাজার ৫০৮ কোটি ১০ লাখ টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৭ হাজার ৬৩ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৫৫৫ কোটি ১১ লাখ ১০ হাজার টাকা বা ১.৪৪ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৭৪.৯২ পয়েন্ট বা ২.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৬৩.৫২ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ২২৮.৫৭ পয়েন্ট বা ২.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৩১৫.০৬ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১৮.৫৫ পয়েন্ট বা ১.৭০ শতাংশ এবং সিএসআই সূচক ২৯.১৩ পয়েন্ট বা ২.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১০.২২ পয়েন্টে এবং এক হাজার ১৪.৬৫ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ২০৬.২৭ পয়েন্ট বা ১.৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১৫৬.২৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ২৩৭টি, কমেছে ৬৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৮ লাখ ৬ হাজার ২২৮ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩০৮ কোটি ৮২ লাখ ৫২ হাজার ৯৪ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩৫৯ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার ১৩৩ টাকা বা ১১৬.৬১ শতাংশ বেড়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]