বৃহস্পতিবার ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে আবারও ধারাবাহিক দরপতন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ | 41 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে আবারও ধারাবাহিক দরপতন

দেশের শেয়ারবাজারে আবারও ধারাবাহিক দরপতন শুরু হয়েছে। গত কার্যদিবসের মত আজও ০৪ এপ্রিল সূচকের পতন হয়েছে।

এদিন এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। তবে টাকার অংকে লেনদেন বেড়েছে।

অপরদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন সূচকের পাশাপাশি লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২০৯.৬৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ৪.৬৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২.৭৭পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ২২০৩.০৮ এবং ১৩৪৬.০০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৯টি, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৩টির।

আজ ডিএসইতে ৯ কোটি ১ লাখ ৪ হাজার ৩৫৮টি শেয়ার এক লাখ ৩২ হাজার ৮২৩বার হাতবদল হয়েছে।

যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৬৪৬ কোটি ৪৫ হাজার টাকা।

গত কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২১৩.৪৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ২.০২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৪.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ২২০৭.৭৫ এবং ১৩৪৮.৭৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৪টি, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮টির।

গতকাল ডিএসইতে ৮ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ১০৮টি শেয়ার এক লাখ ২২ হাজার ৯৩৫বার হাতবদল হয়েছে।

যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৫৭৫ কোটি ৮০ লাখ ২ হাজার টাকা।

অপরদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ১০.৯৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩০৫.৯৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৮টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৩১ লাখ ৩৮ হাজার ৬৭০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৮৭৬ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ৫৩ লাখ ২৬ হাজার ২০৬ টাকা।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানসমূহের প্রতিবেদন যাচাই-বাছাইয়ে টাস্কফোর্স গঠন

Facebook Comments Box

Posted ৪:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]