শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারকে স্থিতিশীল করতে তৎপর বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ জুলাই ২০২১ | 481 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারকে স্থিতিশীল করতে তৎপর বিএসইসি

শেয়াবাজারকে স্থিতিশীল করতে তৎপর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বছর বিএএসই’র নতুন কমিশন গঠনের পর থেকেই বাজারকে স্বাভাবিক পর্যায়ে আনতে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বর্তমান কমিশনের চেয়ারম্যান। বর্তমানে বাজার কিছুটা স্বাভাবিক হয়েছে কমিশনের ইতিবাচক ভূমিকার কারণে। এর ধারবাহিকতায় বাজারকে আরো স্বাভাবিক করতে স্থিতিশীলতা তহবিলে ৩১ জুলাই, ২০২১ তরিখের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর অবণ্টিত বা অদাবীকৃত ক্যাশ ডিভিডেন্ডের অর্থ স্থানান্তরের নির্দেশ দিয়েছে বিএসইসি।

মঙ্গলবার (০৬ জুলাই) এ-সংক্রান্ত একটি চিঠি সব তালিকাভুক্ত কোম্পানি, সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান, স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছে প্রেরণ করেছে বিএসইসি। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিএসইসির উপপরিচালক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ বছরের ১৪ জানুয়ারি জারি করা কমিশনের নির্দেশনা এবং পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল বিধিমালার কথা উল্লেখ করে বলা হয়েছে, অদাবীকৃত বা অবণ্টিত বা অনিষ্পত্তিকৃত নগদ ক্যাশ ডিভিডেন্ড কিংবা বিনিয়োগকারীকে ফেরত দেয়া হয়নি এমন সাবস্ক্রিপশনের অর্থ কিংবা এ ধরনের অন্যান্য অর্থ পুঞ্জীভূত সুদসমেত পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলে স্থানান্তর করতে হবে।

চিঠিতে বলা হয়, ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা বা অনুমোদন বা রেকর্ড ডেটের পর তিন বছর ধরে অবণ্টিত বা অদাবীকৃত বা অনিষ্পন্ন থাকলে তা বিএসইসির তহবিলে জমা দিতে হবে। ডিভিডেন্ডের অর্থ জমা দেয়ার জন্য পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলের নামে কমিউনিটি ব্যাংকের গুলশান করপোরেট শাখায় একটি হিসাব খোলা হয়েছে। ডিভিডেন্ডর অর্থ জমা দেয়াসহ অন্যান্য আনুষঙ্গিক তথ্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশসহ কমিশন ও স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) কাছে জমা দিতে হবে।

এ বিষয়ে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, অবণ্টিত থাকা ক্যাশ ও স্টক ডিভিডেন্ড পুঁজিবাজারের স্থিতিশীলতায় কাজে লাগানো হবে। ডিভিডেন্ডের অর্থ ব্যবহার করে মার্জিন ঋণের ব্যয় কমানো কিংবা মার্কেট মেকিংয়ের কাজে লাগানো হবে। এসব ডিভিডেন্ড দীর্ঘদিন ধরেই অব্যবহূত ছিল। আমরা এটিকে পুঁজিবাজারের উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছি।

এর আগে তালিকাভুক্ত কোম্পানির অবণ্টিত ডিভিডেন্ডকে স্বতন্ত্র তহবিলের মাধ্যমে পুঁজিবাজারের স্থিতিশীলতায় কাজে লাগাতে একটি বিধিমালা তৈরি করে বিএসইসি। অবণ্টিত থাকা ২০ হাজার কোটি টাকারও বেশি ক্যাশ ও স্টক ডিভিডেন্ড এ তহবিলের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে কমিশনের।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:১৮ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]