বৃহস্পতিবার ১১ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

সপ্তাহজুড়ে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ মার্চ ২০২৩ | 53 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

সপ্তাহজুড়ে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন।

তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট অপরিবর্তিত রয়েছে উভয় শেয়ারবাজারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই):

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৬০.১৮ পয়েন্টে।

ডিএসই৩০ সূচক ১০.৬৮ এবং  ডিএসইএস ৫.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে  ২২২৬.৯৭ ও  ১৩৬২.৩৩ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে ৪০০টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৫টির এবং দর কমেছে ২৩টির।

এছাড়া, দর অপরিবর্তিত রয়েছে ২২৫টি এবং লেনদন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৫৮৪ কোটি ৯৭ লাখ টাকা।

অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৭৯১ কোটি ৪ লাখ টাকা বা ৪৪.১০ শতাংশ।

ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৪৬ কোটি ২৪ লাখ টাকা।

আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৩৫৮ কোটি ৭৮ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৫ হাজার ৫৯১ কোটি ৫৯ লাখ টাকায়।

অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে দুই হাজার ৪৭৬ কোটি ১০ লাখ টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই):

বিদায়ী সপ্তাহে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই  0.৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮৪৫০.১৫ পয়েন্টে।

সিএসই৩০ সূচক ০.৩৭ শতাংশ এবং সিএসইসিএক্স সূচক ০.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১৩৩৫২.৭৮ ও ১১৫৯ .৯১ পয়েন্টে।

এদিকে, সিএসআই সূচক ০.৫৬ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ৩.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১১৬১.২১ ও ১৬৫৯.৯১ পয়েন্টে।

এছাড়া সিএসই৫০ সূচক ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩২৩.৯২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে ২৭০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১১টিরও অপরিবর্তিত রয়েছে ১৩৬টি কোম্পানির।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৮ লাখ টাকা।

এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৯ কোটি ৭৮ লাখ টাকা বা ৪৫.৬৮ শতাংশ।

গত সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫২ হাজার ৫১ কোটি ৭১ লাখ টাকায়।

অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ২২৪ কোটি ৬৫ লাখ টাকা।

এখানে দেখুন ডিএসইর সাপ্তাহিক লেনদেন চিত্র

আরও পড়ুন : নির্দেশনা অমান্য করায় উত্তরা ব্যাংকের এমডিকে জরিমানা

Facebook Comments Box

Posted ৪:১০ অপরাহ্ণ | শনিবার, ১১ মার্চ ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]