শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | 41 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৯ জানুয়ারি’২৩-২ ফেব্রুয়ারি’২৩) সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন। তবে লেনদেন বাড়লেও বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সামান্য পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহে ব্যবধানে ডিএসইএক্স ১ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ২৯৪ দশমিক ৭৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৩৭৩ দশমিক ৯৬ পয়েন্টে। এছাড়া ডিএসই৩০ সূচক দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ২৩০ দশমিক ৭৩ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে লোদন হওয়া ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৩টির, দর কমেছে ১২৪টির ও অপরিবর্তিত রয়েছে ২০৮টি কোম্পানির। লেনদন হয়নি ১৫টি কোম্পানির শেয়ার।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০ কোটি ১৯ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২১০ কোটি ৬৪ লাখ টাকা বা ৬ দশমিক ৯১ শতাংশ। ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৯১ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৩ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ কোটি ১৮ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬৭ হাজার ২৬ কোটি ৯৫ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩১১ কোটি ২৩ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫০ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার ৬৫২ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৬৩ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ২৫২ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ১২ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৬০০ টাকার বা ২০.০২ শতাংশ।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭.৬০ পয়েন্ট বা ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮৫৮৩.২৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৪টির দর বেড়েছে, ৯১টির দর কমেছে এবং ১২৯টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে গত সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৪ হাজার ৭৮৪ কোটি ২ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫৪ হাজার ৩৮১ কোটি ২৬ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৪০২ কোটি ৭৬ লাখ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]