শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

  |   শনিবার, ১৯ জুন ২০২১ | 200 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

 

নিজস্ব প্রতিবেদ : বিদায়ী সপ্তাহে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। একই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও বাজারমূলধন। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসই শেয়ারবাজার দরপতন হয়। টানা নয় সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে দরপতন বিনিয়োগকারীদেরকে কিছুটা হতাশ করেছে। তবে চলতি সপ্তাহে বাজার ঊর্ধ্বমূখী হলে বিনিয়োগকারীরা আবারও ফুরফুরে মেজাজে লেনদেনে অংশগ্রহণ করবে। এর জন্য দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রক সংস্থার বাজারের প্রতি আন্তরিক আচরণ। বাজার মনিটরিংয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে পারলে বাজার আরও স্বাভাবিক হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসই-এর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৩ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ। আগের নয় সপ্তাহ শেয়ারবাজার টানা ঊর্ধ্বমুখী থাকায় সূচকটি বাড়ে ৮১১ দশমিক ৮৬ পয়েন্ট।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি গত সপ্তাহজুড়ে ডিএসই-৩০ সূচক কমেছে ৮ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ১ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ।

ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহে কমেছে ৮ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ৬ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন অংশ নেয়া ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪৮টি, কমেছে ২১০টি অপরিবর্তিত ১৭টি এবং লেনদেন হয়নি ৪টির।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন ২৯১ কোটি ১৯ লাখ ৯১ হাজার ৩৪৮টি শেয়ার ও ইউনিট ১৪ লাখ ৭২ হাজার ২৪৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯ হাজার ৭৯৮ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ২৫৫ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ১২ হাজার ১৮৮ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ৮৪৫ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে ২ হাজার ৩৮৯ কোটি ৫৬ লাখ এক হাজার ৫৯০ টাকা বা ১৯.৬১ শতাংশ।

সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৯৫৯ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ৬৫১ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ২ হাজার ৪৩৭ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার ৯৬৯ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৪৭৭ কোটি ৯১ লাখ ২০ হাজার ৩১৮ টাকা বা ১৯ দশমিক ৬১ শতাংশ।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৮ হাজার ১৩৪ কোটি ৮২ লাখ ৪৭ হাজার ১০১ টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ৯ হাজার ৯৩৭ কোটি ৭৭ লাখ ৪৪৯ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ হাজার ৮০২ কোটি ৯৪ লাখ ৫৩ হাজার ৩৪৮ টাকা।

আগের নয় সপ্তাহে ডিএসই-এর বাজার মূলধন বাড়ে ৫০ হাজার ৬৮০ কোটি টাকা। এ হিসেবে অর্ধালাখ কোটি টাকার ওপরে বাড়ার পর ডিএসই-এর বাজার মূলধন দুই হাজার কোটি টাকার মতো কমল। বাজার মূলধন বাড়া বা কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে বা কমেছে।

 

গত সপ্তাহে ডিএসই-এর মূল বাজারে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে রয়েছে- বেক্সিমকো, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, লুব-রেফ বাংলাদেশ, ন্যাশনাল ফিড, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, সোনার বাংলা ইন্স্যুরেন্স, প্রগতী ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৮৪ লাখ ৮ হাজার ২৩২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫২৭ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার ২৫৩ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮২ কোটি ৬১ লাখ ৮১ হাজার ২১ টাকা কম হয়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৪০ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৭০.৯৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৮.২২ পয়েন্ট বা ০.১৭ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৩.৭১ পয়েন্ট বা ০.১০ শতাংশ, সিএসই-৫০ সূচক ৬.১০ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ এবং সিএসআই ১.৯৭ পয়েন্ট বা ০.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৫৭৬.২০ পয়েন্ট, ১৩ হাজার ১০৪.৯৩ পয়েন্টে, ১ হাজার ২৭৭.৩৩ পয়েন্টে এবং সিএসআই ১ হাজর ৭৫.২২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৪২.০১ শতাংশের দর বেড়েছে, ১৭৬টির বা ৫২.০৭ শতাংশের কমেছে এবং ২০টির বা ৫.৯২ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

 

Facebook Comments Box

Posted ৮:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ জুন ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]