শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ | 162 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

বিদায়ী সপ্তাহে (১৮-২২ সেপ্টেম্বর) দেশের শেয়াবাজারে পাঁচ কার্যদিবস লেনদেন হওয়া ২ দিন সূচক কমলেও বেড়েছে ৩ কার্যদিবস। যে কারণে আলোচ্য সপ্তাহে সূচকের পাশাপাশি টাকার পরিমাণে লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে লেনদেন অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৬১৭ কোটি ৪২ লাখ ৪১ হাজার ১২৬ টাকা বা ০.৫০ শতাংশ।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.৯৯ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৬৪.০০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক ৭.১৭ পয়েন্ট বা ০.৫০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.৩৩ পয়েন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৪৩৬.৭২ পয়েন্টে এবং দুই হাজার ৩৬৫.৬৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া মোট ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৬টি, কমেছি ১৬৬টি এবং অপরিবর্তিত রয়েছে ১৩৪টির।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ হাজার ১১০ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৭৮৯ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ৮২ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৭২৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩ হাজার ২৭ কোটি ৪৬ লাখ ৯ হাজার ৬৫ টাকা বা ৪২.৭৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ২০ হাজার ১২৬ কোটি ৫৬ লাখ ৮১ হাজার ৯২১ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ২২ হাজার ৭৪৩ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৪৭ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৬১৭ কোটি ৪২ লাখ ৪১ হাজার ১২৬ টাকা বা ০.৫০ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (১৮-২২ সেপ্টেম্বর) টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪০৮ কোটি ৯২ লাখ ৩৬ হাজার ৬১৮ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৪৪ কোটি ২৩ লাখ ৪১ হাজার ৯৪২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ২৬৪ কোটি ৬৮ লাখ ৯৪ হাজার ৬৭৬ টাকার।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৩.৮৪ পয়েন্ট বা ১.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৪.৮৬ পয়েন্টে।

সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১২৩.২০ পয়েন্ট বা ১.০৭ শতাংশ, সিএসই-৫০ সূচক ১০.৭১ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ এবং সিএসআই সূচক ১৪.৮৯ পয়েন্ট বা ১.২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১১ হাজার ৫৯৬.০২ পয়েন্টে, এক হাজার ৪০৯.২৭ পয়েন্টে এবং এক হাজার ২৪৮.৪৭ পয়েন্টে।

এছাড়া অপর সূচক সিএসই-৩০ সূচক ৬.৭৩ পয়েন্ট বা ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০৫.২২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯২টি, কমেছে ১১৬টি এবং অপরিবর্তিত রয়েছে ১২৯টির।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]