শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ | 124 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

বিদায়ী সপ্তাহে (২৫-২৯ সেপ্টেম্বর) দেশের শেয়াবাজারে  সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে কমেছে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। এছাড়া  বিদায়ী সপ্তাহে বাজার মূলধন কমেছে ২ হাজার ৮২৯ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ৪২ টাকা বা ০.৫৪ শতাংশ।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১.১১ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫১২.৮৯ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক ১৭.০০ পয়েন্ট বা ১.১৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৫.২৭ পয়েন্ট বা ১.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৪১৯.৭৩ পয়েন্টে এবং দুই হাজার ৩৩০.৪২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬১টি, কমেছে ১৭৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫২টির।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ১৬৪ টাকার লেনদেন হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২ হাজার ৮০৪ কোটি ২১ লাখ ৪১ হাজার ৬২৫ টাকা বা ২৭.৭৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ১৯ হাজার ৯১৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৫ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ২২ হাজার ৭৪৩ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৪৭ টাকায়।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৩৪ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৬৫৬ টাকার। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১২৫ কোটি ২৪ লাখ ৩৪ হাজার ৩৭ টাকার।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৫.৫৮ পয়েন্ট বা ০.৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৮৯.২৮ পয়েন্ট।

সিএসইর অপর সূচকগুলোর মধ্যে- সিএসসিএক্স ৯৩.৬৮ পয়েন্ট বা ০.৮০ শতাংশ, সিএসই-৫০ সূচক ২০.৭৬ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ এবং সিএসআই সূচক ১৪.৪০ পয়েন্ট বা ১.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১১ হাজার ৫০২.৩৩ পয়েন্টে, এক হাজার ৩৮৮.৫১ পয়েন্টে এবং এক হাজার ২৩৪.০৭ পয়েন্টে।

এছাড়া, অপর সূচক সিএসই-৩০ সূচক ৩১.৯৪ পয়েন্ট বা ০.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৭৩.২৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৯টি, কমেছে ১২৬টি এবং অপরিবর্তিত রয়েছে ১৩২টির।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]