মঙ্গলবার ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ অক্টোবর ২০২২ | 124 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। বিদায়ী সপ্তাহ (২৩-২৭ অক্টোবর) সপ্তাহে সব সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। তবে সপ্তাহজুড়ে অপরিবর্তিত রয়েছে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর । বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ শত কোটি টাকা।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৩০ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭৮.০০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪.৫৪ পয়েন্ট বা ০.৩২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১১.৮৪ পয়েন্ট বা ০.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০২.৪৯ পয়েন্টে এবং দুই হাজার ২৬৫.৮১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৪টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭১টির বা ১৮.৪৯ শতাংশের, কমেছে ৮৪টির বা ২১.৮৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২২৯টির বা ৫৯.৬৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৯৫৬ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৮০১ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৪৬৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে দুই হাজার ২১৭ কোটি ৭১ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকা কমেছে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৯ হাজার ৯০৭ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৫৬০।। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ ১৫ হাজার ৫৪৯ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৪৪১ কোটি ৮৫ লাখ ৫১ হাজার ০১১ টাকা কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯২ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৪৯৩ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৭২ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৮২৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮০ কোটি ২৮ লাখ ৭৪ হাজার ৩৩৩ টাকা কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০.৭৭ পয়েন্ট বা ০.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭৯.৫৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১২.৮৬ পয়েন্ট বা ০.১১ শতাংশ, ডিএসই-৩০ সূচক ৫.৫৩ পয়েন্ট বা ০.০৪ শতাংশ, ডিএসই-৫০ সূচক ৫.২৯ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ এবং সিএসআই সূচক ৫.০৩ পয়েন্ট বা ০.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ২৫৫.৩৩ পয়েন্টে, ১৩ হাজার ৩১১.৬৬ পয়েন্টে, এক হাজার ৩৫৩.৮০ পয়েন্টে এবং এক হাজার ২০৬.৩৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৭টির বা ১৮.৬৯ শতাংশের দর বেড়েছে, ৭১টির বা ২৩.২৮ শতাংশের কমেছে এবং ১৭৭টির বা ৫৮.০৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন : বসুন্ধরা পেপার মিলসের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : তশরিফা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : এএমসিএল-প্রাণের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : ৩৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : ৯ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : সায়হাম কটনের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : ওয়াটা কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : সাফকো স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : ন্যাশনাল টি কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : বারাকা পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : বিএসআরএম স্টিলসের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : মুন্নু সিরামিকের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : ফাইন ফুডের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন :  হামিদ ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : ইউনাইটেড পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : এমএল ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : ফরচুন সুজের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : হাওয়েল টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : প্যারামাউন্ট টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন :  শাশা ডেনিমসের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন :  শাইনপুকুর সিরামিকের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন :  বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : মুন্নু এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : সোনারগাঁ টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন :  বেক্সিমকো লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : ম্যাকসন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : এইচআর টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]